বিনোদন

ফুলকির আসল পরিচয় যে করে হোক খুঁজে বার করবেই রোহিত!

 

বাংলা টেলিভিশনের নতুন সিরিয়াল “ফুলকি” দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। এই সিরিয়ালের প্রধান চরিত্র ফুলকি একজন সরল-সৎ গ্রাম্য মেয়ে। সে রোহিত নামে এক যুবকের প্রেমে পড়ে। কিন্তু রোহিত ফুলকির আসল পরিচয় জানতে চায় না। সে কেবল ফুলকির প্রেমে পড়ে যায়।

একদিন ফুলকির বাবা মারা যায়। ফুলকি তার বাবার মৃত্যুর পর রোহিতের সঙ্গে দেখা করতে আসে। কিন্তু রোহিত ফুলকিকে দেখে না। সে ফুলকিকে বলে, “তুমি বক্সিংয়ে মন দাও। তোমার বক্সিং ম্যাচের কথা ভেবে আমি তোমার সঙ্গে দেখা করব না।”

ফুলকি রোহিতের কথা শুনে খুব কষ্ট পায়। সে বক্সিং ম্যাচের জন্য প্রস্তুতি নিতে থাকে। সে রোহিতের জন্য জিততে চায়। অবশেষে ফুলকি বক্সিং ম্যাচ জিতে যায়। সে রোহিতের কথা রাখতে পারে।

ফুলকি পৌষ পার্বণ উপলক্ষে পাটিসাপটা বানাচ্ছিল। কিন্তু সে রোহিতের কথা ভাবতে ভাবতে পাটিসাপটা জ্বালিয়ে দেয়। বাড়ির সকলে ফুলকির সঙ্গে মজা করতে শুরু করে দেয়।

ফুলকি রোহিতের প্রেমে পড়ে গেছে। সে রোহিতের সঙ্গে ঘর বাঁধতে চায়। কিন্তু রোহিত ফুলকির আসল পরিচয় না জেনে তাকে বিয়ে করতে রাজি হয় না। ফুলকি রোহিতের প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা, সেটাই দেখার বিষয়।

রোহিত একজন ধনী যুবক। সে ফুলকির সরলতা ও সৌন্দর্যে মুগ্ধ। সে ফুলকির সঙ্গে ঘর বাঁধতে চায়। কিন্তু রোহিত ফুলকির আসল পরিচয় না জানলে সে ফুলকিকে বিয়ে করতে পারবে না।

রোহিত জানতে চায় ফুলকি আসলে কে? সে কি একজন সাধারণ গ্রাম্য মেয়ে? নাকি তার অন্য কোনো পরিচয় আছে? রোহিত যদি ফুলকির আসল পরিচয় জানতে পারে, তাহলে সে ফুলকিকে বিয়ে করতে রাজি হবে কিনা, সেটাই দেখার বিষয়।

Related Articles