বিনোদন

নতুন পরীক্ষার মুখোমুখি স্বয়ম্ভু! কী হতে চলেছে এবার?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে চলছে টানটান উত্তেজনা। কৌশিকীকে কে গুলি মেরেছে, সেই রহস্যের কিনারা করতে তৎপর জগদ্ধাত্রী। তদন্তের এক পর্যায়ে জগদ্ধাত্রী জানতে পারে, দেবুদা কৌশিকীর ফাইল চুরি করেছিল। জগদ্ধাত্রীর সঙ্গে ধাক্কা খেয়ে দেবুদা ফাইল ফেলে দেয়, আর জগদ্ধাত্রী সেটা পাল্টে অন্য ফাইল রেখে দেয়।

এদিকে, রাজনাথ তার প্রথম সন্তান স্বয়ম্বরকে মেনে নিতে পারছে না। সে চায় তার বাবা থাকুক। স্বয়ম্বরও তার বাবাকে চায়।

রাজনাথ তার প্রথম সন্তান স্বয়ম্বরকে মেনে নিতে পারছে না। কারণ, রাজনাথের স্ত্রীর মৃত্যুর পর থেকে সে একা ছিল। সে ভাবত, সে কখনও আর বাবা হবে না। কিন্তু স্বয়ম্বরের জন্মের পর রাজনাথের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়। সে স্বয়ম্বরকে খুব ভালোবাসে। কিন্তু সে জানে, স্বয়ম্বরের মায়ের মৃত্যুর জন্য সে দায়ী। তাই সে স্বয়ম্বরকে মেনে নিতে পারছে না।

স্বয়ম্বরও তার বাবাকে চায়। সে জানে, তার বাবা তাকে ভালোবাসে। কিন্তু সে বুঝতে পারছে না, কেন তার বাবা তাকে মেনে নিতে পারছে না।

*পরবর্তী পর্ব*

পরবর্তী পর্বে দেখা যাবে, জগদ্ধাত্রী দেবুদার ফাইল চুরির রহস্য উন্মোচন করবে। অন্যদিকে, রাজনাথ এবং স্বয়ম্বরের মধ্যে সম্পর্ক কেমন হবে, সেটাও দেখার অপেক্ষায় থাকতে হবে।

Related Articles