বিনোদন
জল্পনাই কি তবে সত্যি? আসলেই কি একে অপরের সঙ্গে প্রেম করছেন দিব্যজ্যোতি ও সৌমিলি?

জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সম্প্রতি টিআরপি তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। ধারাবাহিকে সূর্য ও দীপার চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ। তবে সম্প্রতি দীপার চরিত্র থেকে স্বস্তিকা সরে গেছেন এবং তার পরিবর্তে ঊর্মি চরিত্রে এসেছেন সৌমিলি চক্রবর্তী।
এর আগে দিব্যজ্যোতি ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সম্প্রতি তারা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন।
সূর্য-ঊর্মির প্রেম দেখে নেটিজেনরা মজা করছেন। কেউ কেউ বলছেন, “ভাইয়ের বউয়ের সাথে ন্যাকামোর জন্যই টিআরপি কমছে”।
দিব্যজ্যোতি ও সৌমিলি এখনো পর্যন্ত তাদের প্রেমের সম্পর্ক স্বীকার করেননি। তবে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।