বিনোদন

এক বছর ধরে টিআরপি তালিকায় রাজত্ব, জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর কেমিস্ট্রিতেই বাজিমাত!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রধান চরিত্র জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুরের কেমিস্ট্রিতে মজে দর্শক। তাই এই ধারাবাহিক এখনো টিআরপি লিস্টে বিশেষ নিচে নামেনি।গত পর্বে দেখা গেছে, কৌশিকী নাকি জালচক্রের গাড়িগুলো বের করার জন্যই নির্দেশ দিয়েছে। এই কথা শুনে রাজনাথ তার ছেলে উৎসবকে শাসন করতে শুরু করে। উৎসব তার বাবাকে শাট আপ বলে। এতে রাজনাথ রেগে গিয়ে উৎসবকে ধমক দেয়।

ঠিক তখনই জগদ্ধাত্রী আসে এবং রাজনাথকে বলে, উৎসবকে শাসন করার আগে নিজেকে সোজা করে নিতে। রাজনাথ জগদ্ধাত্রীর কথা শুনে চুপ হয়ে যায়।বৈদিহি মুখার্জি তার ছেলেকে অপমান করা থেকে বিরত থাকতে জগদ্ধাত্রীকে অনুরোধ করে। জগদ্ধাত্রী বুঝতে পারে যে পুরোহিত মশাই সত্যি কথা বলছে না। সে তার কাছ থেকে সত্য কথা বের করার চেষ্টা করে।

মেহেন্দি ভয় পেয়ে গেছে। সে তার শাশুড়ি মা এবং উৎসবকে জানায় যে, সে অফিসে গিয়ে প্রথমেই কৌশিকীকে চেয়ার থেকে সরাতে চেয়েছিল। কিন্তু ঘোষ বাবু তাকে ধরে ফেলেন এবং তার নাম বলে দেন।

পরবর্তী পর্বে দেখা যাবে, জগদ্ধাত্রী কিভাবে পুরোহিত মশাইয়ের কাছ থেকে সত্য কথা বের করে। এবং মেহেন্দির কী হবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে পরবর্তী পর্ব দেখতে হবে।

Related Articles