বিনোদন

উপল মিত্র কি সত্যি কথাই বলছিল? তদন্ত করতে গিয়ে সন্দেহ জগদ্ধাত্রীর

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে রোমাঞ্চের নতুন মোড়। কৌশিকীকে হত্যার রহস্য উন্মোচনের জন্য জগদ্ধাত্রী তদন্তে নেমেছে। এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছে তার পুরনো বন্ধু।

জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে বাঁকাকে জেরা করে। কৌশিকী তার মেয়ে কাকনকে তার গুরুত্বপূর্ণ ফাইলপত্রের অবস্থান সম্পর্কে নির্দেশ দেয়। কাকন মায়ের অকাল মৃত্যুতে শোকাহত, কিন্তু মা’র কথা রাখার জন্য সে ফাইলগুলো খুঁজতে বেরিয়ে পড়ে।

জগদ্ধাত্রী ও কৌশিকী একসাথে কাজ শুরু করে। কৌশিকী জগদ্ধাত্রীকে তার সকল তথ্য জানায় এবং তার অফিস কেবিনে লুকানো সিসিটিভি ক্যামেরার অবস্থান সম্পর্কেও জানায়। এই ক্যামেরার ফুটেজ হত্যাকারীর পরিচয় উন্মোচনে সাহায্য করতে পারে।

Related Articles