বিনোদন

আরবাজকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ২২ বছরের সুরা , পোস্ট করলেন বরের একাধিক নাচের ভিডিও

22-year-old Sura wished Arbaaz on his birthday and posted multiple dance videos of the groom

The Truth Of Bengal: ৫৭ বছরের আরবাজ খান এবং ৩৫ বছরের সুরা খানের মধ্যে বয়সের ফারাক ২২ বছর। তবে ২২ বছরের বয়সের দূরত্ব তাঁদের দাম্পত্য জীবনে কোনও প্রভাব ফেলতে পারেনি।এখনও পর্যন্ত বলিপাড়ার এই দম্পতি  তাঁদের দাম্পত্য জীবন সুখেই কাটাচ্ছেন।সুরা বলেছেন,‘বয়স তো শুধুই একটা সংখ্যা মাত্র। আরবাজের মধ্যে সবথেকে ভালো বিষয়টা হল আরবাজ ভালোবাসতে জানেন, সম্মান করতে জানেন।’

৪ অগস্ট ২০২৪, রবিবার ৫৭ বছরে পদার্পণ করেছেন আরবাজ। বিয়ের পর এটা  আরবাজের প্রথম জন্মদিন ।বরের এই বিশেষ দিনে     কিছু মজাদার ভিডিও  পোস্ট করেছেন সুরা।ভিডিওতে দেখা যাচ্ছে, আরবাজের বিভিন্ন নাচের মজাদার, হাস্যকর মুহূর্তের কোলাজ।আবার কখনো তাঁকে মেয়েদের স্টাইলেও নাচতে দেখা যাচ্ছে। ভিডিওতে বরকে শুভেচ্ছা জানিয়ে সুরা লিখেছেন, ‘ শুভ জন্মদিন  আরবাজ।তোমার আশেপাশে থাকা, তোমার নানান মজা, রসিকতা, পাগলামো, তোমার হাসিখুশি অদ্ভূত সব নাচের ভঙ্গীর কারণে কোনও একটা দিনও নিস্তেজ হয়ে পড়ে না। তোমার সঙ্গে প্রার্থনা করা থেকে ঝগড়া করা, সব মুহূর্তই স্পেশাল।তোমার কারোর প্রতি আনুগত্য, ভালবাসা থেকে নিজেকে উৎসর্গ করা এবং কাউকে সম্মান করা, সব কিছুই প্রশংসনীয়।’

 

View this post on Instagram

 

A post shared by sshura Khan (@sshurakhan)

সব শেষে সুরা লিখেছেন, ‘তোমার গালে টোল পড়া থেকে বলিরেখা পড়া পর্যন্ত, সবসময়ই তোমার সঙ্গে থাকব। তোমাকে অপরিসীম ভালোবাসি মিস্টার খান।’ স্ত্রী সুরার এহেন জন্মদিনের পোস্টের  কমেন্টে আরবাজ লিখেছেন, ‘হা হা হা, কে বলেছে ভালোবাসা অন্ধ! তোমার প্রতি অনেক ভালোবাসা বেবি।’

Related Articles