
The Truth of Bengal: সিদ্ধার্থ মালহোত্রা তাঁর মোস্ট অ্যাওটেডেড সিনেমা ‘যোদ্ধা’র জন্য চর্চায় রয়েছেন বেশকিছু দিন ধরে। চলতি সপ্তাহে সিনেমার টিজার মুক্তি পেয়েছে। এবার সামনে এল ছবির প্রথম গান জিন্দেগী তেরে নাম। ছবির এই গানে সিদ্ধার্থের সঙ্গে দেখা গেল বলিউড ডিভা রাশি খান্নাকে। কেমন জমল দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি সেটাই এবার দেখে নেওয়া যাক যোদ্ধার এই নতুন গানটিতে।