তিরুপতি মন্দিরে যশ-নুসরত, নতুন ছবির শুটিং-এর আগেই বালাজি দর্শন
Yash-Nusrat visit Tirupati temple, visit Balaji before shooting for new film

Truth of Bengal: পর্দায় ফিরছে ‘সেন্টিমেন্টাল’ জুটি। শীঘ্রই শুরু হচ্ছে যশ-নুসরতের নতুন ছবি ‘আড়ি’র শুটিং। তবে ছবির কাজ শুরুর আগে ভগবানের আশীর্বাদ নিতে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে পুজো দেন তারকা দম্পতি। ভগবানের কাছে আরতি করতে দেখা যায় তাঁদের।
View this post on Instagram
সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। ছবিতে দুজনের লুক নজরকাড়া। দক্ষিণী স্টাইলে ধুতি পাঞ্জাবি পরে রয়েছেন যশ, গলায় রয়েছে উত্তরীয়। পাশাপাশি মানানসই শাড়ি পরেছেন নুসরত। একটি ছবিতে দেখা যায়, নতুন ছবি ‘আড়ি’র চিত্রনাট্য হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজন। পেছনে তিরুপতি মন্দিরের ছবি। অপর একটি ছবিতে দেখা যায় দুজনে প্রদীপ প্রজ্জলন করছেন ভগবানের কাছে। নতুন ছবি শুরুর আগে আশীর্বাদ চেয়েছেন তাঁরা।
জানা যায়, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘আড়ি’র শুটিং। এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। ছবিটিতে যশ-নুসরত ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মূলত মা-ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হচ্ছে। প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে এই ছবিটি করছেন বলে জানান যশ। এখন দেখার বিষয় যশ-নুসরতের ‘সেন্টিমেন্টাল’-এর পরবর্তী এই ছবি ‘আড়ি’ কতটা মন জয় করতে পারে দর্শকদের।