
The Truth Of Bengal : বৃহস্পতিবার মুক্তি পেল অজয় দেবগনের দীর্ঘ প্রতীক্ষিত ফিল্ম ময়দান। অনেক বাধা বিপত্তি কাটিয়ে ছবি প্রেক্ষাগৃহে আসতেই ভক্ত এবং সমালোচক উভয়ের প্রশংসা কুড়োলেও বক্স অফিসে কিন্তু সেভাবে ছাপ ফেলতে পারে নি বলিউডের এই নতুন এই স্পোর্টস বায়োপিক ময়দান।
ইদের মরশুমে মুক্তি পেয়েছে অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি ময়দান। এই স্পোর্টস বায়োপিক দেখতে দেখতে দর্শক আবেগ তাড়িত হয়ে পড়লেও বক্স অফিসে সেভাবে দাগ ফেলতে পারে নি ময়দান। ১৯৫০-৬০ দশকের ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনকে ভিত্তি করে তৈরি হয়েছে, যিনি ভারতীয় ফুটবলকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন । কোচ রহিম সাহেবের চরিত্রে দুরন্ত অভিনয় করেছেন অজয় দেবগন ৷ ফুটবল কোচের ভূমিকায় নিজেকে উজার করে দিয়েছেন অভিনেতা অজয় দেবগন। অজয়ের অভিব্যক্তি দেখে দর্শকের গায়ে কখনো কাঁটা দেয় আবার কখনো চোখের কোণ ভিজিয়ে তোলে। এ ছাড়াও ছবির বাকি চরিত্রে রুদ্রনীল ঘোষ, প্রিয়মণি এবং গজরাজ রাওরাও নিজেদের সেরা দিয়েছে তাসত্ত্বেও প্রথম তিন দিনে দর্শক টানতে অনেকটাই পিছিয়ে আছে ময়দান ৷ এই ছবি দেখার জন্য সিনেমা হলে সবচেয়ে বেশি ভিড় চোখে পড়েছে বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় ৷ সব মিলিয়ে মুক্তির প্রথম তিনদিনে বক্স অফিসের কালেকশনে খুব একটা ছাপ ফেলতে পারে নি।
- প্রথম তিন দিনে ছবির বক্স অফিস কালেকশন
ছবির প্রথম তিন দিনে মোট উপার্জন হয়েছে প্রায় ৯ কোটি টাকা । এর মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন ছবির ভান্ডারে সংগৃহীত হয়েছে ৪ কোটি টাকা ৷ এবং শুক্রবার ব্যবসা করেছে প্রায় ৩ কোটি। এবং অগ্রিম বুকিংয়ের হিসাব অনুযায়ী বুধবার প্রিভিউ শো থেকে প্রায় ২ কোটি টাকা আয় হয়েছে। তবে বক্স অফিসে ছবির শুরুটা ধীর গতিতে হলেও শনি-রবি এই দুটি ছুটির দিন ছবির ব্যবসা অনেকটাই বাড়বে বলে মনে করছেন বলিউডের ফিল্ম সমালোচকরা। কিন্তু, ছবিটির দীর্ঘমেয়াদী সাফল্য পেতে হলে সিনেমার গল্পের মত বলিউডের বক্স অফিসেও রহিম সাহেবের লড়াইটা যে বেশ কঠিন হতে চলেছে তা বলা যেতেই পারে।