বিনোদন

লোকসভায় কি করছেন আয়ুষ্মান ? সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে শোরগোল

What is Ayushman doing in the Lok Sabha? The noise around the post on social media

The Truth Of Bengal :  সামনেই লোকসভা নির্বাচন তার আগে তাপমাত্রার পারদ বাড়ার সাথে সাথে বাড়ছে নির্বাচনী পারদ। প্রার্থী হিসেবে যাঁদের নাম ঘোষণা হয়েছে তাঁরা ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন। কাঠফাটা গরমকে কোন তোয়াক্কা না করেই প্রচারের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। তবে এবার চোখে পড়ল এক অন্যরকম ছবি। লোকসভা নির্বাচনের দামামা বাজতেই সটান লোকসভার অন্দরমহলে দেখা মিলল ‘ড্রিম গার্ল’-এর। আর সেই ছবি রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি আয়ুষ্মান খুরানা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে কুর্তা, হাফ কোর্ট ও পাজামা পরে একেবারে লোকসভার অন্দরে ঘোরাফেরা করছেন তিনি। গোটা এলাকা একেবারে ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। কিন্তু ভোটের মুখে হঠাৎ কেন লোকসভার অন্দরে গিয়েছিলেন তিনি? কোনো রাজনৈতিক প্রচার নাকি অন্যকিছু? সেই বিষয়ে কিছুই স্পষ্ট করে জানাননি এই জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা। শুধুমাত্র একটি ভিডিওতে জানান, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমাদের আর আমাদের এটা সেলিব্রেট করা দরকার। ভারত তারুণ্যে ভরা এক দেশ। সারা বিশ্বের তরুণ প্রজন্মের বেশিরভাগই এখানকার বাসিন্দা। দেশের এই তরুণরাই তো মতামতকে নেতৃত্ব দিতে পারে।”

 

View this post on Instagram

 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

এরপরেই অভিনেতা ভোটদান প্রসঙ্গে দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “আপনাদের কাছে অত্যন্ত শক্তিশালী এক অস্ত্র আছে। আপনি ভাবতেও পারবেন না এত শক্তিশালী। যদি আপনি নিজের মতামত দিতে চান। নিজের পছন্দের বা যে নেতা আপনার কথা বলতে পারবেন তাঁকে এই লোকসভায় নিয়ে আসতে চান তাঁকে আপনিই নির্বাচন করতে পারেন। ভোট দিয়ে।”

প্রসঙ্গত, চলতি বছরে লোকসভা নির্বাচনে দেশের তরুণ প্রজন্মকে ভোট দিতে বিশেষভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। #Myfirstvote হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছে নানান ক্যাম্পও। বিশেষজ্ঞদের অনুমান, এমনই কোন প্রচারমুলক কাজের জন্যেই হয়তো অভিনেতা হাজির হয়েছেন লোকসভায়।

Related Articles