বিনোদন

শহর কলকাতায় র‍্যাগিংয়ের শিকড় খুঁজতে এক অসহায় মায়ের গল্প নিয়ে আসছে ‘বিজয়া’

'Vijaya' brings the story of a helpless mother searching for victims of ragging in the city of Kolkata.

The Truth Of Bengal : উচ্চশিক্ষার জন্য বহু ছাত্রছাত্রীকে শহরে আসতে হয়, কিন্তু শহরে এসে র‍্যাগিং থেকে শুরু করে তাকে নানান প্রতিকূলতার শিকার হতে হয়। সেইরকমই একটা গল্প নিয়ে আসছে ‘বিজয়া’। আর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে বিজয়া আর নীল অর্থাৎ মা ও ছেলের সাজানো গোছানো এক সংসার। কিন্তু হঠাৎ নীলের কলেজের বন্ধুরা নিছক মজার জন্য নীলকে র‍্যাগিং করতে থাকে। আর একটা সময় ঘটনাটি এতটা চরমে পৌঁছায় যে নীল শেষমেশ আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু সত্যি কি আত্মহত্যা করার চেষ্টা করেছিল নীল নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য? তা জানতে পথে নামে ‘বিজয়া’। ছেলে হাসপাতালের বেডে আর ছেলেকে ন্যায় বিচার পাইয়ে দিতে আর এই সমস্ত ঘটনার সত্যতা জানতে শুরু হয় এক মায়ের কঠোর লড়াই। আর শহর জুড়ে র‍্যাগিং এর জাল কতটা বিস্তৃত তা খুঁজে বের করবে ‘বিজয়া’।

সায়ন্তন ঘোষালের পরিচালিত এই সিরিজটিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, দেবদত্ত রাহা, সাহেব চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, রৌনক দে ভৌমিক, জিৎ সুন্দর, বিপ্লব ব্যানার্জী এবং সুদীপ মুখার্জির মত বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রীরা। সিরিজটির ট্রেলার প্রকাশিত হতেই স্বস্তিকার গলায়, “আপনি যত বড়ই অপরাধী হননা কেন, আর আপনার যতই ক্ষমতা থাকুকনা কেন, একজন মায়ের ক্ষমতার সামনে সবসময় কম পড়বে”। এই সংলাপটি বেশ মুগ্ধমুগ্ধ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজটি আগামী ৫ই জুলাই প্রিমিয়ার হবে ওটিটি- তে।

Related Articles