‘না আছে সিঁদুর, না মঙ্গলসূত্র’ মনীশ মালহোত্রার পার্টিতে নজরকাড়া সাজে ঊর্মিলা
Urmila in eye-catching outfit at Manish Malhotra's 'No Vermilion, No Mangalsutra' party

Truth Of Bengal: মঙ্গলবার রাতে বলিউডের বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা দিওয়ালি পার্টির জমকালো সেলিব্রেশনের আয়োজন করা হয়। সেখানে বলিউড তারকাদের ছিল চোখে পড়ার মতো। অংশ নিয়েছিলেন রেখা, উর্মিলা মাতোন্ডার, রাভিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, খুশি কাপুর, দিশা পাটানি, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান ও নোরা ফাতেহির মতো সেলিব্রিটিরা। এদিকে, ডিভোর্সের খবরের মধ্যে দেখা গেল উর্মিলা মাতোন্ডকরকে। নীল পোশাকে এই অনুষ্ঠানে সবার নজর কেড়েছেন ৫০-এর এই অভিনেত্রী।
View this post on Instagram
মনীশ মালহোত্রার পার্টিতে ঊর্মিলা মাতোন্ডকরের এই আগমন সকলকে চমকে দিয়েছিল। কপালে সিঁদুর দেখা যায়নি, গলায় ছিল নাম ঙ্গলসূত্রও। সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশ হয়েছিল তিনি তাঁর স্বামী মহসিন আখতার মীরকে তালাক দিতে পারেন।
ডিভোর্সের খবরের পর এই প্রথমবার দেখা গেল ঊর্মিলা মাতোন্ডারকে। একটি নীল পোশাক পড়ে তিনি এই অনুষ্ঠানে আসেন। কিন্তু না তাঁর কপালে সিঁদুর আর না মঙ্গলসূত্র, কিছুই ছিল না। তা দেখে মানুষ আবারও তাঁর ডিভোর্স নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে।
এক প্রতিবেদনে জানা গিয়েছে, দুজনের পারস্পরিক সম্মতিতে পাঁচ মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত বিচ্ছেদের বিষয়ে অভিনেত্রী ও তার স্বামী মহসিনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
২০১৬ সালে বিয়ে করেছিলেন উর্মিলা মাতোন্ডকার ও মহসিন আখতার। তাদের প্রেমের গল্পে ধর্ম বা বয়স কোনোটাই বাধা হয়নি। মহসিন ও উর্মিলার বয়সে ১০ বছরের ফারাক রয়েছে বলে জানা গেছে। মনীশ মালহোত্রার মাধ্যমে দুজনের পরিচয়ও হয়েছিল।