বিনোদন

ফিরে যাওয়া ১৯৪৭,মুক্তি পেল অ্যান আনটোল্ড লাভ স্টোরি ‘বেঙ্গল ১৯৪৭

Untold love story 'Bengal 1947' was released

The Truth of Bengal: ১৯৪৭-এ দেশভাগের প্রেক্ষাপট নিয়েই তৈরি হয়েছে বেঙ্গল ১৯৪৭। দেশ ভাগাভাগির সময়ের একাধিক গল্প উঠে এসেছে এই ছবির হাত ধরে। তবে শুধু দেশপ্রেমই নয় এই ছবিতে থাকছে একটা মিষ্টি প্রেমের গল্পও। মুক্তি পেল ‘বেঙ্গল ১৯৪৭: অ্যান আনটোল্ড লাভ স্টোরি’ ছবির অফিশিয়াল ট্রেলার। ছবিটির পরিচালনা করেছেন আকাশাদিত্য লামা।

ছবির গল্পটিও তাঁরই লেখা। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বিগ বস খ্যাত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে।দেবলীনা ছাড়াও এই ছবিতে দেখা যাবে সোহেলা কাপুর, ওমকার দাস মানিকপুরী, আদিত্য লাখিয়া, অনিল রস্তোগী, প্রমোদ পাওয়ার, অঙ্কুর আরমাম, সুরভি শ্রীবাস্তব, ফালাক রাহি, বিক্রম টিডিআর, অতুল গাঙ্গোয়ার ও অন্যান্যদের। বড়পর্দায় এই ছবি মুক্তি পাবে আগামী ২৯ মার্চ।

Related Articles