ওরির কীর্তিতে অট্ট হাসিতে মাতলেন তৃণা, দেখুন সেই কান্ড
trina saha partying with the bollywoods favorite orry

The Truth of Bengal: বিচিত্র ফোনের ব্যাক কভারের জন্য পাপারাজিদের ক্যামেরায় প্রায়শই ধরা দেয় ওরি, এবার সেই ওরিকেই কলকাতার নাইটক্লাবের সোফায় উঠে তুমুল নাচে মাততে দেখা গেল। সেখানেই উপস্থিত ছিলেন টলিউডের আরেক অভিনেত্রী। ওরির তুমুল নাচ দেখেই হাসতে থাকেন টলিউডের তৃণা। সবার মনেই প্রশ্ন আসছে বলিউডের এই জনপ্রিয় তারকা তৃণা সাহার সাথে ওরি স্পেশাল পোজে কি করছে? শনিবার রাতেই কলকাতায় আসেন বলিউডের এই জনপ্রিয় তারকা।
সোজা চলে যান এক নাইটক্লাবে। সেখানকার বলিউড পপ-আপ পার্টির জন্যই ওরির কলকাতায় আসা। আর সেই পার্টিতে গিয়েই মুখোমুখি হন তিনি আর তৃণা সাহা। এমনকী, গালে গাল ঠেকিয়ে সেই বিখ্যাত পোজে ছবিও তুললেন তিনি। সেই ভিডিও আবার শেয়ার করেন সোশাল মিডিয়ায়।
View this post on Instagram
সলমন খান থেকে করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন থেকে সোনম কাপুর, বলিউডের এ লিস্টার নায়ক-নায়িকারা এখন ওরি বলতে পাগল। আরব সাগড় পারের ফিল্মি পার্টি হোক বা আম্বানিদের অনুষ্ঠান, সর্বত্রই ওরি কে দেখতে পাওয়া যায়। সেই ওরি-ই পার্টিতে গিয়ে নাচলেন টলিউড তারকা তৃণা সাহার সঙ্গে। পার্টিতে ওরির আউট ফিট ছিল সবুজ টি-শার্ট। আর তৃণা-র পোশাক গ্লিটারি।