বিনোদন

ছবি দেখার উৎসবে সামিল টলিউড, কিফ নিয়ে মুখোরিত টলি-তারকারা

Kolkata International Film Festival

The Truth of Bengal: ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ক্যচ লাইন বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ। এই ক্যাচ লাইনকে সত্যি করতে তৈরি শহরবাসী। পিছিয়ে নেই টলিউড তারকারাও। আগামি সাতদিন কলকাতার বিভিন্ন হলে সাধারণ মানুষের সঙ্গে সিনেমার উৎসবে সামিল হবেন টলিপাড়ার শিল্পীরাও।

৩৯টি দেশের ২১৯টি ছবি থাকছে এই বছর। এছাড়া এবারের উত্সবে তিনটি নতুন বিভাগের সূচনা হচ্ছে। তাই, শুধু ছবি দেখার প্ল্যানই নয়, চলচ্চিত্র উৎসবের গুন গান করলেন কলকাতার সেলেব মহল। টলি তারকাদের সঙ্গে এবারের উৎসবে উপস্থিত থাকবেন মনোজ বাজপেয়ী, তিগমাংশু ধুলিয়া, অনুরাগ কাশ্যপ, সৌরভ শুক্লার মতো বলিউডের খ্যাতনামা ব্যক্তিত্বরা।

খবরের সূত্র অনুষায়ী সমাপ্তি অনুষ্ঠানে থাকতে পারেন বলিউড বিউটি অদিতি রাও হায়দরিও। ফলে বাংলা সিনেমার পীঠস্থান নন্দন যে আগামি কয়েকদিন সিনে নক্ষত্রদের আলোয় আলোকিত হয়ে উঠবে তা বলাইবাহল্য।

Related Articles