বিনোদন

এবার ওটিটিতে ‘পুষ্পা-২’, রয়েছে সিনেমার আনকাট ভার্সন

This time 'Pushpa-2' is on OTT, there is an uncut version of the movie

Truth Of Bengal : ‘পুষ্পা ২: দ্য রুল’, আল্লু অর্জুন অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল রীতিমত। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে ‘পুষ্পা-২’। বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে রাজ করতে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে এই সুখবর। ছবির টিজার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন ছবির নির্মাতারা। তবে শুধু ওটিটি রিলিজ নয়, সিনেপ্রেমীদের বড় চমকও দিয়েছেন নির্মাতারা। ‘পুষ্পা ২: দ্য রুল’ এর ওটিটি মুক্তিতে রয়েছে সিনেমার আনকাট ভার্সন।

৩০ জানুয়ারি থেকেই জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। সম্প্রতি ইনস্টাগ্রামে টিজার প্রকাশ করে জনপ্রিয় ওটিটি মাধ্যম জানায়, পুষ্পা ভাউ নে শুন লি আপকি বাত, আব পুষ্পা কা রুল, হিন্দি মে ভি। ৩০ জানুয়ারি থেকে ২৩ মিনিটের অতিরিক্ত ফুটেজ-সহ পুষ্পা ২ রিলোডেড ভার্সন দেখা যাচ্ছে। হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালম এবং কন্নড়- এই পাঁচ ভাষায় সিনেমাটি দেখানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাজিলের অভিনয় মুগ্ধ করছে সকলকে। ছবির অ্যাকশন, গান ও অভিনেতাদের অভিনয় দারুণ মন জয় করেছেন দর্শকের। আল্লু এবং তাঁর গোটা টিম ছবিটির সাফল্যের জন্য অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’-র দুর্দান্ত অ্যাকশন ছাড়াও, রশ্মিকার সঙ্গে আল্লুর রসায়ন একেবারে নজরকাড়া। মুক্তির ১ মাসের মধ্যেই ১৮৩১ কোটির ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। স্বাভাবিকভাবেই বড়পর্দায় ঝড় তোলার পর এবার যে ওটিটি প্লাটফর্মেও বাজিমাত করতে চলছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ সেটা বলাই যায়।

Related Articles