বিনোদন

এবারও মহালয়া জমজমাট; দুর্গতিনাশিনী রূপে দেখা যাবে কোয়েলকে

This time Mahalaya is crowded; Quail will be seen as Durgtinashini

The Truth Of Bengal :  আবারও মা দুর্গার চরিত্রে দেখা যাবে টলি কুইন কোয়েল মল্লিককে। কারণ ,মহালয়া সম্পর্কিত একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নায়িকা। জানা যায়, ইতিমধ্যেই মহালয়ার শ্যুটিং সেরে ফেলেছেন কোয়েল।

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই দুর্গোৎসবে মেতে উঠবে আপামর জনতা। তবে দূর্গাপুজোর আগে আসে মহালয়া। যা বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুজোর আগেই মহালয়ার ভোরটা শুরু হয় রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী শোনে। তবে বেশ কয়েক বছর ধরে রেডিওর পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলিও মহালয়ার অনুষ্ঠান তুলে ধরেন দর্শকদের সামনে। কার্যত , সেই প্রতিযোগিতায় নামে টেলিভিশনের কিছু জনপ্রিয় চ্যানেল। সেই সঙ্গে এই বছর কাকে দুর্গা হিসাবে দেখা যাবে তা নিয়েই কৌতুহল থাকে দর্শকমহলে। কোয়েল , শুভশ্রী , ইন্দ্রাণী হালদার সহ বিভিন্ন অভিনেত্রীকে বিভিন্ন চ্যানেলে দূর্গা হিসেবে বেছে নেওয়া হয়।

প্রতি বছরের মতো এই বছরও কোয়েল মল্লিককে দেখা যাবে দেবী দুর্গা রূপে। স্টার জলসাতেই নায়িকাকে দুর্গা রূপে দেখা যাবে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে। যার এক ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন নায়িকা খোদ। রবিবার সম্পন্ন হলো শ্যুটিং প্রক্রিয়া। এদিন কোয়েল মল্লিকের পোস্ট করা স্টোরিতে দেখা যায়, নিজেই হাতে আলতা পরছেন অভিনেত্রী। পাশাপাশি দেবী দুর্গা রূপে কোয়েল তাঁর আবছা ঝলক শেয়ার করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য , একাধিকবার দেবী দুর্গা রূপে সকলের মন জয় করেছেন কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। গত বছরও তাঁকে এই একই চ্যানেলে দেখা গিয়েছিল দুর্গা রূপে। ২০২১ সালে কালার্স বাংলা চ্যানেলের জন্য দুর্গা সেজেছিলেন কোয়েল। ২০১৫ সালে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’ -তে তাঁর কাজ মুগ্ধ করেছিল দর্শকমহলকে। ২০১৭ সালে স্টার জলসার ‘দুর্গা দুর্গতিনাশিনী অনুষ্ঠানে দুর্গা সেজেছিলে টলি কুইন। পরের দু’বছর, অর্থাৎ ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালেও মহালয়াতে দেবী দুর্গা রূপে সামনে আসেন তিনি। অর্থাৎ ২০১৭ থেকে ক্রমাগত স্টার জলসায় দেবী দুর্গা হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে দুর্গা রূপে দেখা গিয়েছিলো কোয়েল মল্লিককে।

Related Articles