বিনোদন
Trending

শহরে এবার ‘হুব্বা’র তান্ডব, মোশারফের অভিনয়ে মুগ্ধ দর্শকমহল…

This time in the city, the frenzy of 'Hubba', the audience is impressed by Musharraf's performance...

The Truth Of Bengal: সম্প্রতি দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ব্রাত্য বসুর নতুন ছবি হুব্বার স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা মোশারফ করিম। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এদিনের স্ক্রিনিংয়ে দর্শকদের বাহবাও কুড়িয়েছেন হুব্বা ওরফে মোশারফ করিম।

চলতি সপ্তাহেই রূপোলি পর্দায় আসছে হুব্বা। তার আগে শহরের এক মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হল ব্রাত্য বসুর নতুন ছবি হুব্বার স্পেশ্যাল স্ক্রিনিং। এই অনুষ্ঠানে টলিউডের দর্শকদের সঙ্গে হাজির হয়েছিলেন ছবির সব কলাকুশলীরা। ব্রাত্য বসুর এই ছবিতে হুব্বার ভূমিকায় অভিনয় করেছেন ওপার বাংলার খ্যাতনামা অভিনেতা মোশারফ করিম। এদিনের ছবির বিশেষ স্ক্রিনিংয়ে এসে তিনি জানালেন এই চরিত্রটায় অভিনয় করা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। এখন দর্শকদের বিচারের অপেক্ষায় রয়েছেন তিনি।

মূলত সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে হুব্বা। ‘হুব্বা’ ওরফে শ্যামল দাসের চরিত্রর পটভূমিকায় তৈরি হয়েছে ছবিটি। সেই চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম। মোশারফ সম্পর্কে পরিচালক দরাজ সার্টিফিকেট দিয়ে ব্রাত্য বসু জানালেন যে মোশারফ একজন অনবদ্য অভিনেতা। ও বাঙালির ভালবাসা ডিসার্ভ করে।

প্রসঙ্গত, বাম আমলে হুগলি জেলার ত্রাস ছিলেন এই হুব্বা শ্যামল। নব্বইয়ের দশকের শেষদিকের এই ডন ছিল হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র সম্রাট। খুন, জখম, ড্রাগ, পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী ছিলেন হুব্বা। পুলিশের খাতায় তাঁর নামে অসংখ্য কেসও ছিল। একসময় সে ভোটে দাঁড়াতেও চায়। অবশেষে ২০১১ সালে হুব্বা শ্যামলের মরদেহ ভেসে ওঠে ওই জেলার বৈদ্যবাটির খালে।এবার হুব্বা শ্যামলের সেই কাহিনিই ভেসে উঠবে বড়পর্দায়। শুক্রবার শহর জুড়ে শুরু হতে চলেছে ব্রাত্য বসুর এই নতুন হুব্বার তান্ডব। সেই তান্ডবে কতটা ভীত সন্তস্ত্র হয় কলকাতার দর্শক এখন সেটাই দেখার।

Free Access

Related Articles