বিনোদন

বুসান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে সুমন ঘোষের ছবি ‘দ্য স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস’

The Scavenger of Dreams

The Truth of Bengal: সিনেমা প্রেমিকদের একের পর এক চমক দিচ্ছে পরিচালক সুমন ঘোষ। বেশ কিছুদিন আগে বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর ফিরিয়ে নিয়ে এসেছে পরিচালক। আবারও খুশির খবর দিলেন তিনি, সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়েছেন তাঁর হিন্দি ছবি ‘দ্য স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস’। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বুসান ফ্লিম ফেস্টিভ্যালে।

ভারত থেকে মোট পাঁচটি ছবি নির্বাচিত হয়েছে এই চলচ্চিত্র উৎসবে। তাঁর মধ্যে অন্যতম ভাবে জায়াগা করে নিয়েছে সুমন ঘোষ। ২৬ বছর আগে শুরু হয়েছিল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলতি বছর এই উৎসব শুরু হবে ৪ অক্টোবর থেকে। চলবে ১৩ তারিখ পর্যন্ত। এই ছবিতে অভিনয় করেছে বাংলার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তি। সোশাল মিডিয়াতে এই আনন্দের কথা জানিয়ে তিনি লিখেছেন “এটা সত্যিই বড় একটা ব্যাপার! আমাদের হিন্দি সিনেমা ‘দ্য স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস’ বুসান চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়ারে নির্বাচিত হয়েছে, এটা জানাতে পেরে আমার দারুণ লাগছে”।

ছবির গোটা টিমকে অভিনন্দন জানান অভিনেত্রী। আগামী মাসেই বুসান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন, সেকথাও জানিয়ে দেন।  ছবিতে দরিদ্র এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা-শার্দূল। নোংরা আবর্জনা পরিষ্কার করে যাঁদের দিন চলে। কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়েও তো স্বপ্ন দেখা যায়! দরিদ্র এই দম্পতিও সন্তানকে ভালভাবে বড় করার স্বপ্ন দেখে। সেই স্বপ্নের দৌড় আজ বুসানে পৌঁছে গিয়েছে।

Related Articles