প্রকাশ্যে এল ‘পরিচয় গুপ্ত’র নতুন মুক্তির তারিখ
The new release date of 'Prichoy Gupta' has been revealed

Truth of Bengal: একদিকে অধির আগ্রহে অপেক্ষায় রয়েছেন সিনেমা প্রেমীরা আর অপরদিকে পরিবর্তন হয়ে চলেছে ঋত্বিক চক্রবর্তীর অভিনীত ‘পরিচয় গুপ্ত’ ছবির মুক্তির তারিখ। শুরুতে এই ছবি মুক্তির কথা ছিল ৩০ অগাস্ট। তারপর সেটা পরিবর্তন করে ৬ সেপ্টেম্বর মুক্তির দিন স্থির হয়। কিন্তু আরজি কর কাণ্ডের জেরে আবারো সেই সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার এই ছবি মুক্তির নয়া তারিখ জানালো কর্তৃপক্ষ।
পরিচালক রণ রাজের দ্বারা পরিচালিত ছবি ‘পরিচয় গুপ্ত’ মুখ্য চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী ও জয় সেনগুপ্ত। এনাদের সাথে এই ছবিতে রয়েছেন দর্শনা বণিক, প্রদীপ ভট্টাচার্য, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ৩১-এ আগস্ট শনিবার আপাতত আরও এক দিন ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। জানানো হয়েছে, চলতি মাসের ২০ তারিখে ‘পরিচয় গুপ্ত’ নাট্য চলচ্চিত্র মুক্তি পাবে।
এটি যে একটি জমিদার বাড়ির কাহিনী তা এই ছবির টিজার ও ট্রেলার দেখলেই বোঝা যায়। সেখানে অন্ধ জমিদারের চরিত্রে রয়েছেন ঋত্বিক। একজন প্রত্নতাত্ত্বিকের ভুমিকায় রয়েছেন ইন্দ্রনীল, তিনি নিজের অনুসন্ধানের খাতিরে এসে এই বাড়ির গল্পের সাথে জড়িয়ে পড়েন। এই গল্পের পরতে পরতে রয়েছে রহস্য। ছবিতে রয়েছে একাধিক চমকপ্রদ দৃশ্য।
নিজের পরিচালিত ছবি সম্পর্কে রণ রাজ আগেই বলেছিলেন, ‘ছবির নাম থেকেই এটা স্পষ্ট যে কেউ কোনও বিষয় গোপন করতে চাইছে। ছবিটির মধ্যে যেমন রহস্য আছে, তেমনই রয়েছে বিনোদনের রসদও। কিছু মানুষকে পরিবারের চাপে তাদের কিছু প্রতিভাকে লুকিয়ে রাখতে হয়। সেই বিষয়টিই যেন ফুটে উঠবে এই ছবির মধ্যে। জয়ের চরিত্রে একটা দুর্দান্ত চমক রয়েছে।’
এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকার জমিদার বাড়িতে । চলতি বছরে ‘পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড’ ও ‘পাণ্ডে মোশান পিকচার্স’ এর ব্যানারে মুক্তি পাবে রণ রাজের ছবি ‘পরিচয় গুপ্ত’। ছবিটির জন্য অপেক্ষায় রয়েছেন সবাই।