বিনোদন

গোয়া চলচ্চিত্র উৎসবে, ফের বিতর্কে ‘দ্য কেরালা স্টোরি’

The Kerala Story Controversy

The Truth of Bengal: গোয়ায় চলছে ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই প্রদর্শিত হল চলতি বছর বলিউডের অন্যতম চর্চিত ছবি দ্য কেরালা স্টোরি। কিন্তু, ছবি প্রদর্শনের আগেই ছবি ঘিরে বিতর্ক শুরু হয়।দুই ব্যক্তি ছবির প্রদর্শনের বিরুদ্ধে সোচ্চার হয়। এখানে কেন এমন বিতর্কিত একটি ছবি দেখানো হবে সেই প্রশ্ন তুলে, সেটার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে প্যাম্পলেট বিলি করছিলেন কেরলের এই দুই দর্শক। এঁদের নাম শ্রীনাথ ও অর্চনা রবি। এরপর গোয়া পুলিশের তৎপরতায় তাঁদের আটক করা হয়।

এবং পরে তাঁদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বের করেও দেওয়া হয়।ইতিমধ্যেই টুইটারে তাঁদের সেই প্রতিবাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। চলতি বছরের মে মাসে সব বিতর্ক পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি। প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে থেকেছে অদা শর্মা অভিনীত এই ছবিটি। দেশের বিভিন্ন প্রান্তে এই ছবি বয়কট করার দাবী ওঠে। এমনকি শহর কলকাতাতেও এই ছবির প্রদর্শন ঘিরে প্রতিবাদ দেখানো হয়।স্লোগান দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিতে আদা শর্মাকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।

কেরলের প্রায় ৩২হাজার মেয়েকে প্রথমে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয় এবং পরে তাদের উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করা হয়। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে ছবি তৈরি হলেও ছবিতে নাকি ভুল বার্তা দেওয়া হয়েছে বলে মুক্তির আগেই প্রতিবাদের মুখে পরে দ্য কেরালা স্টোরি।পরে আইনি হস্তক্ষেপে মুক্তি পায় সুদীপ্ত সেনের এই ছবিটি। এবং বক্স-অফিসে ভাল ব্যবসাও করে।কিন্তু এবার ছবি মুক্তির এতদিন পরেও প্রতিবাদ হওয়ায় বিতর্ক যেন সত্যিই পিছু ছাড়ছে না দ্য কেরালা স্টোরি-র।

Related Articles