বিনোদন

প্রকাশ্যে শ্রীকান্ত-এর রোমান্টিক টিউন, কবে আসছে রাজকুমার ও আলায়া অভিনীত শ্রীকান্ত ?

Srikanth's romantic tune out, when is Rajkumar and Alaya starrer Srikanth coming?

The Truth Of Bengal : জন্মান্ধ শিল্পপতি শ্রীকান্ত বোল্লার বায়োপিকে দেখা যেতে চলেছে অভিনেতা রাজকুমার রাওকে। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। সেই ট্রেলারে স্ক্রিনে উসকো খুসকো চুলে ধরা দিয়েছিলেন রাজকুমার রাও। আর এবার সামনে এল ছবির রোমান্টিক টিউন তুমহে হী আপনা মানা।

গানের দৃশ্যে নায়িকা আলায়া এফ-এর সঙ্গে রোমান্সের পাশে খুনসুঁটি করতে দেখা গেল ছবির নায়ক শ্রীকান্ত ওরফে রাজ কুমার রাওকে। যোগেশ দুবের কথায় এই গানটিতে প্লেব্যাক করেছেন সাচেত ট্যান্ডন ও পরম্পরা ট্যান্ডন। প্রসঙ্গত, এই ছবিতে অন্ধের জন্য নিজের লুকের আমূল পরিবর্তন করেছেন রাজকুমার রাও। এই ছবিতে রাজকুমারের সঙ্গী হয়েছেন অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলায়া এফ। দুজনের এই অনস্ক্রিন রসায়ন ধরা পড়ল গানটিতে।

বরাবর অভিনেতা রাজকুমার রাও পর্দায় যা করেন, তাই যেন সোনা ফলায়। এবার তিনি আসছেন অন্ধ শিল্পপতি শ্রীকান্ত বোল্লার হয়ে। এবার তিনি কতটা দর্শকের মন জয় করতে পারে তা জানা যাবে ছবির মুক্তির পরই। এখন শুধু তারই প্রতীক্ষা।

 

 

Related Articles