বিনোদন

জমজমাটি জন্মদিন সৃজিতের! উপস্থিত টলি পাড়ার তারকারা

Srijit Mukherjee’s Birthday Celebration

The Truth of Bengal: ২৩ সেপ্টেম্বর ৪৬ বছরে পা দিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর তাঁর জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ কলকাতার একটি রুফ টপ ক্যাফেতে আয়োজন করা হয়েছিল পার্টির। রীতিমতো জমজমাট আয়োজন সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিনে। কেক কেটে স্ত্রীকে খাইয়ে দিলেন পরিচালক। তাঁর প্রেম নাকি সিনেমা!

তাঁর জন্মদিনে সিনেমার ছোঁয়া থাকবে না তাও কি হয়! হাজির ছিলেন দেব, প্রসেনজিৎ, যিশু, রূপম সহ টলিউডের একাধিক রথী-মহারথীরা। ৪৫টি বসন্ত পেরিয়ে ৪৬-এ পা দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর সৃজিতের জন্মদিন যে জাঁকজমকপূর্ণ  হবে তা বলার অপেক্ষা রাখে না।  দক্ষিণ কলকাতার একটি রুফ টপ ক্যাফেতে আয়োজন করা হয়েছিল জন্মদিন পার্টির। সৃজিতের জন্মদিনের পার্টিতে দেখা যায় টলিউডের একঝাঁক তারাকাকে।

একেবারে নাচে গানে জমে ওঠে সৃজিতের জন্মদিন। তবে সৃজিতের জন্মদিনে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সৃজিতের মিষ্টি রসায়ন চোখে পড়ে সকলের। কার্যত বলা চলে ডুবে গিয়েছিলেন অর্ধাঙ্গীনির চোখে। এদিন স্ত্রী’কে পাশে নিয়ে কেক কাটেন পরিচালক। এমনকি কেক কেটেই স্ত্রীকে খাইয়ে দিতে দেখা যায় তাঁকে। মিথিলাকে সঙ্গে নিয়ে পোজও দিতে দেখা যায় পরিচালককে। সবমিলিয়ে জমজমাট সৃজিতের জন্মদিনের পার্টি।

Related Articles