বিনোদন

নয়নতারার ইঙ্গিতপূর্ণ পোস্টে জল্পনার অবসান

Nayantara

The Truth of Bengal: আকাশছোঁয়া সফলতা পেয়েছে জওয়ান। সেই সাফল্যের মাঝেই নয়নতারার সঙ্গে অ্যাটলির বিবাদের গুঞ্জন শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল, কিং খানের সঙ্গে দীপিকাকে নিয়ে মাতামাতি করতে দেখেই নাকি বেজায় ক্ষুব্ধ অভিনেত্রী নয়নতারা। তাঁর সাফ কথা, এমন খারাপ অভিজ্ঞতার পর বলিউডে নাকি তিনি আর কোনও দিনও কাজ করবেন না। শোনা যায়, অ্যাটলির বিরুদ্ধে নাকি মানহানির মামলাও করতে যান অভিনেত্রী। কারণ স্বরূপ জানা যায়, ছবি থেকে তাঁর স্ক্রীন প্রেজেন্স বেশ খানিকটা বাদ দেওয়ায় অ্যাটলির সউপর বেজার রেগে যায় নয়নতারা।

উল্লেখ্য এই ছবিতে নর্মদা রাই নামে এক স্পেশাল এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা।  সিনেমার শুরুতেই দুধর্ষ অ্যাকশন সিন আর সংলাপের মাধ্যমে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন দিক্ষিণী অভিনেত্রী। তারপরও জওয়ানের দ্বিতায়ার্ধ একেবারে বলা যায় দীপিকাময় ছিল। শাহরুখ-দীপিকার জুটি নিয়েও নেটপাড়াতেও চলছে জোড় চর্চা। মনে করা হচ্ছিল সেই কারনেই হয়তো মনক্ষুন্ন হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।

মূলত এমন খবরই রটেছে সিনেদুনিয়ায়। এবার সেইসব জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রীর। অ্যাটলির জন্মদিনের দিনই শুটিং-এর মাঝের কিছু ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন নয়নতারা। সেখন থেকেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে, জওয়ান পরিচালক অ্যটলির উকপর মোটেই ক্ষুব্ধ .নন নয়নতারা। শুধু তাই নয় মান হানির মামলা করার যে খবরও রটেছে অবিনেত্রীর নামে , সেই খবর যে মিথ্যে তা নয়বতারার ফ্যনক্লাবের তরফ থেকে দাবি করা হয়েচে। উপরন্তু জানানো হয়েছে এসব খবর রটনা বন্ধ না হলে নেওয়া হবে আইনি পদক্ষেপ।

Related Articles