বিনোদন

চতুর্থ বিবাহবার্ষিকীতে বিশেষ মুহূর্ত, বাবা-মা হলেন রাজকুমার ও পত্রলেখা

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এই সুখবর সকলের সঙ্গে ভাগ করেছেন।

Truth Of Bengal: চতুর্থ বিবাহবার্ষিকীতেই যেন ‘ডবল খুশির সেলিব্রেশন’। রাজকুমার রাও এবং পত্রলেখা জীবনের নতুন ইনিংস শুরু করলেন, স্বামী-স্ত্রী থেকে এবার বাবা-মা হয়ে ওঠলেন। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এই সুখবর সকলের সঙ্গে ভাগ করেছেন। জানা গেছে, কন্যাসন্তান এবং মা উভয়েই সুস্থ আছে।

রাজকুমার এই মুহূর্তকে নিজের ইনস্টাগ্রাম পোস্টে ব্যক্ত করেছেন, লিখে, “চতুর্থ বিবাহবার্ষিকীতে ভগবানের দেওয়া সেরা আশীর্বাদ।” পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনরা অভিনন্দন বার্তায় তাদের ভরিয়ে দিয়েছেন।

মনে করিয়ে দিই, রাজকুমার ও পত্রলেখার আলাপ একটি দশক আগে। প্রথম দেখা হয় একটি বিজ্ঞাপনে। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্ক ও প্রেমে পরিণত হয়। ২০১৪ সালে একসাথে ‘সিটিলাইটস’ সিনেমায় অভিনয়ের সময় তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। ২০২১ সালের অক্টোবর মাসে রাজকুমার ঘনিষ্ঠ মহলের সামনে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন। ঠিক এক মাস পরই নভেম্বর মাসে তারা সাতপাকে বাঁধা পড়েন।

বিয়ের দিন তাদের আভিজাত্যপূর্ণ অনুষ্ঠান এবং বাঙালিয়ানা ছোঁয়া অনেকের প্রশংসা কুড়িয়েছিল। বিখ্যাত হলেও রাজকুমার-পত্রলেখা সবসময় নিজেদের ব্যক্তিগত জীবন লাইমলাইটের বাইরে রেখেছেন। এখনও পর্যন্ত তাদের দাম্পত্য নিয়ে কোনো নেতিবাচক খবর শোনা যায়নি।

শুধু কয়েক মাস আগে, ৯ জুলাই, তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের সন্তান হওয়ার সুখবর দেন। আর শনিবার সেই অপেক্ষার অবসান ঘটলো, কোল আলো করে এসেছে কন্যাসন্তান। প্রথম সন্তানের এই আনন্দ উপভোগে পুরো পরিবার এবং তারকা দম্পতি উভয়েই মেতে উঠেছেন।

Related Articles