Soha Ali Khan: বন্ধুদের সঙ্গে ফুরফুরে মেজাজে পার্টি করছেন সোহা! দেখুন সেই ছবি
Soha Ali Khan: Actress Spending Time With Her Friends Before Releasing 'Chhori 2'

The Truth Of Bengal: বরাবরই সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন সোহা আলি খান। অনুরাগীদের সবসময়ই নিজের বন্ধুদের সঙ্গে হোক কিংবা হাব্বি (hubby) কুনালের সঙ্গে কাটানো মুহুর্ত গুলিকে নিজের সামাজিক মাধ্যমের ফিডে শেয়ার করে থাকেন, ‘ছোড়ি ২’ শুটিংয়ের পর্ব মিটলে, তাঁকে কয়েকদিন ধরেই নিজের পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বৃহস্পতিবার সোহা তাঁর ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে কাটানো মুহুর্ত গুলিকে একত্রিত করে, ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অভিনেত্রী দ্বারা শেয়ার করা ছবি গুলিতে সোহাকে দেখা যাচ্ছে স্বামী কুনাল খেমু, অভিনেত্রী নেহা ধুপিয়া, এবং নেহার হাব্বি সঙ্গেই অভিনেতা আঙ্গাদ বেদি’কে একসঙ্গে সময় কাটাতে। যেখানে সবাইকে ক্যামেরার নানান অ্যাঙ্গেল থেকে ছবি গুলিতে দেখা যাচ্ছে। তাছাড়াও এদিন তাদের সকলের সঙ্গেই অভিনেতা গৌরব কাপুর’কেও সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। এদিনের ছবি গুলি অভিনেত্রী দ্বার শেয়ার করা হলে, তিনি ক্যাপশনে লেখেন, “It’s all about the perspective,”
View this post on Instagram
তাছাড়াও এদিন সোহা’কে আরও বেশ কিছু স্টোরি শেয়ার করতে দেখা গিয়েছিল ইনস্টাগ্রামে তাঁর অন্যান্য বন্ধুদের সঙ্গে। যেখানে সোহার সঙ্গে দেখা গিয়েছিল প্রিয় বান্ধবী শিখা এবং শিখার আরও এক বন্ধু রাধিকা নিহালানি’কে।

সোহা ২০০৪ সালে ‘দিল মাঙ্গে মোর’ সিনেমাটির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। এরপর তাঁকে দেখা গিয়েছিল আমির খানের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘রাঙ্গ দে বাসান্তি’ সিনেমা। মাঝে বহু সিনেমায় অভিনয়ের পাশাপাশি তাঁকে কুনালের সঙ্গে ‘গো গোয়া গন’ সিনেমায় অভিনয় করেছিলেন। তবে আসছে প্রজেক্ট গুলির মধ্যেই একটি ‘ছোড়ি ২’, যার প্রথম পর্ব রিলিজ করে ২০২১ সালে।