বিনোদন

ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের গল্প! আসছে ‘স্কাই ফোর্স’ 

Sky Force Movie

The Truth of Bengal: আবারও দেশপ্রেমের ছবি নিয়ে আসছেন তিনি। তাঁকে আগামীতে স্কাই ফোর্স ছবিতে দেখা যাবে। এই ছবিটি তুলে ধরা হবে সেই সমস্ত ভারতীয় বীর সেনা জওয়ানদের কথা যাঁরা পাকিস্তানের উপর অতি দক্ষতার সঙ্গে প্রথম এয়ার স্ট্রাইক করেছিলেন। আর সেটারই এক ঝলক এই ভিডিয়োতে ধরা পড়েছে।

ভারত পাক যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী কী কী বলেছিলেন, কীভাবে তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন জওয়ানদের সেটার ক্লিপ দেখা যায় এখানে। সঙ্গে জয় হিন্দ ধ্বনি ভেসে ওঠে বারেবার।এই ভিডিয়ো পোস্ট করে অক্ষয় লেখেন, ‘আজ গান্ধী শাস্ত্রী জয়ন্তী গোটা দেশ জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান করছে। আর তাই এই দিনের থেকে ভালো দিন আর কীই বা হতে পারত স্কাই ফোর্সের দুর্দান্ত গল্পের কথা ঘোষণা করার জন্য।

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের অজানা কথা। ভালোবাসা দেবেন, হয় হিন্দ, জয় ভারত।’ছবির প্রযোজনা করেছেন জিও স্টুডিয়োজ করে বিং দীনেশ বিজন। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। এই ছবির হাত ধরে ডেবিউ করবেন বীর পাহাড়িয়া। অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি পরিচালকের আসনে থাকবেন।

Free Access

Related Articles