বিনোদন

মা হলেন গায়িকা-বিধায়ক অদিতি মুন্সী, পুত্র হল নাকি কন্যা?

বেসরকারি এক চ্যানেলে অংশগ্রহণের পর তিনি সকলের প্রিয় হয়ে উঠেন।

Truth Of Bengal: বিখ্যাত সঙ্গীতশিল্পী ও রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী মা হয়েছেন। রবিবার সকালে তাঁদের সংসারে খুশির হাওয়া। অদিতি একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা এবং নবজাতক দু’জনেই সুস্থ আছেন। অদিতির স্বামী তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তী।

অদিতি বিশেষভাবে ভক্তিমূলক গান গাওয়ার জন্য পরিচিত। বেসরকারি এক চ্যানেলে অংশগ্রহণের পর তিনি সকলের প্রিয় হয়ে উঠেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে অদিতি রাজনীতিতেও পা রাখেন। তিনি বর্তমানে রাজারহাট গোপালপুরের বিধায়ক।

দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক জীবনও সমান রঙিন। ২০১৫ সাল থেকে তিনি বিধাননগর পুরসভার কাউন্সিলর। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি মেয়র পারিষদ হয়েছেন। ২০১৮ সালে দেবরাজ ও অদিতি একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

অদিতি গায়কির পাশাপাশি রাজনীতির ময়দানে সক্রিয়। নিয়মিত গান প্রদর্শন এবং প্রশাসনিক দায়িত্ব দুই-ই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন তারা। পরিবারে নতুন সদস্যের আগমনে খুশির জোয়ার বইছে।

অদিতি অন্তঃসত্ত্বা হওয়ার খবর আগে গুঞ্জন হয়েছিল। তবে শিল্পী নিজে এবং দেবরাজ সরাসরি এই বিষয়টি প্রকাশ করেননি। অদিতি জানিয়েছিলেন, সময় এলেই সুখবর শেয়ার করবেন। অবশেষে রবিবার সকালে পরিবারের জন্য সেই সুখবর বাস্তবে রূপ নিল।

অদিতিকে শেষবার দেখা গিয়েছিল একটি বেসরকারি চ্যানেলে, যেখানে তিনি গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায় ছিলেন। মাতৃত্বকালীন ছুটি শেষে তিনি প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। আপাতত অদিতি কিছুদিন বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।