অসুস্থ বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা অজিত কুমার, কেমন আছেন তিনি?
Sick veteran southern actor Ajit Kumar, how is he?

The Truth Of Bengal: অসুস্থ বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা অজিত কুমার। বৃহস্পতিবার নানান শারীরিক সমস্যার কারণে অভিনেতা তাঁর স্ত্রী শালিনীর সঙ্গে হাসপাতালে প্রবেশ করেন। সম্প্রতি ওই দম্পতি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ঢোকার চিত্রটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। আর এই ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। শুধু তাই নয় শুরু হয়েছে কমেন্টের ঝড়।
জানা যায়, ‘বিদা ময়ূর্চি’ ছবির শুটিংয়ের জন্য আজারবাইজানে গিয়েছিলেন অভিনেতা অজিত কুমার। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই দেশে ফিরে এসে তিনি প্রথমে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছিল।
Exclusive Video Of Thala AJITH & Shalini Mam From Apollo Hospital..❤️
Everything is Fine And #VidaaMuyarchi Shoot Will Resume From March Mid⭐️#AjithKumar Ajithsir😍👑 pic.twitter.com/jSedvH4vqa
— Ařúń Thãlâ (@AThl8) March 7, 2024
সম্প্রতি, একটি ভুয়া খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে শোনা যাচ্ছিল অভিনেতার সিস্ট অপারেশন হয়েছে। শুধু তাই নয় তার মাথায় নাকি অস্ত্রোপচারও হয়েছে। এই সম্পূর্ণ খবরটিকে ভুয়ো বলে অভিনেতা অজিত কুমারের ম্যানেজার জানান, “অজিতের মাথায় টিউমার অপারেশন হয়েছে সেটা একদম ভুল খবর। রুটিন চেকআপের সময় চিকিৎসক বোঝেন অজিতের স্নায়ু সংক্রান্ত সমস্যা রয়েছে। কানের নীচের স্নায়ু খুবই দুর্বল। দেড় ঘণ্টার মধ্যে চিকিৎসা সম্পন্ন হয়। এখন নর্মাল বেডে শিফট করে দেওয়া হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা অভিনেতাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য একদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। তবে শারীরিক অবস্থার আরও উন্নতি হলে রাতের মধ্যে বাড়ি চলে যেতে পারবেন”।
FREE ACCESS