
The Truth Of Bengal : নায়িকা থেকে গায়িকা শেহনাজ গিল ! প্রযোজক আরবাজ খানের আগামি ছবি পটনা শুক্লাতে প্রথমবার নেপথ্য গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি।
ইতিমধ্যেই ওটিটিতে ছবির গান “দিল কেয়া ইরাদা তেরা” মুক্তি পেয়েছে।
নতুন ভূমিকায় দারুণ খুশি শেহনাজ। মনোজ কুমার নাথের লেখা গানে সুর দিয়েছেন স্যামুয়েল ও আকাঙ্ক্ষা। সুযোগ দেওয়ার জন্য পরিচালকের পাশাপাশি আরবাজকেও ধন্যবাদ জানিয়েছেন শেহনাজ।