সোশ্যাল মিডিয়ায় ফোলা পায়ের ছবি পোস্ট সায়ন্তিকার, হঠাৎ কি হল নব নির্বাচিত বিধায়কের
Scientist posts photo of swollen feet on social media, what happened to the newly elected MLA?

The Truth Of Bengal : একুশের নির্বাচনে বাঁকুড়া থেকে লড়ে হেরে গিয়েছিলেন তিনি। পরে লোকসভা ভোটে টিকিট না মেলায় কিছুটা অভিমান হয়েছিল তাঁর? অবশেষে সমস্ত মান- অভিমানের পালা ঘুচিয়ে বরানগরের উপনির্বাচনের টিকিট পেয়ে লড়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মান রেখে বিজেপির অন্যতম পরিচিত মুখ সজল ঘোষকে পরাজিত করেছেন তারকা বিধায়ক।
It wasn’t Luck :
It was Sheer Hard Work
4.06.24#baranagar #byeelection24 pic.twitter.com/0OJ6nUwFjy— Sayantika Banerjee (@sayantika12) July 4, 2024
কিন্তু মোটেই সহজ ছিল না দাপুটে বিজেপি নেতাকে পরাজিত করে জয়লাভ করা। তবে জয়ের পরেই যে লড়াই থেমে গেছে তা নয়। নির্বাচনে নিজের কেন্দ্রে জয়লাভ করার পর রাজ্যের বিধায়কের শপথগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল নানান জটিলতা। রাজভবনে শপথগ্রহণে নাকচ করেন তারকা বিধায়ক। সমস্ত জট কাটিয়ে অবশেষে বিধানসভায় শপথ গ্রহণ করেন সায়ন্তিকা। আর তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন স্বয়ং স্পিকার।
সম্প্রতি সায়ন্তিকা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ট্যাটু করা পা একেবারে ‘ফুলে ঢোল’। হঠাৎ এমন কীকরে হল? দীর্ঘ দু মাস ধরে বরানগরে আদা-জল খেয়ে পড়েছিলেন সায়ন্তিকা। প্রচারে এক ইঞ্চি জমি ছাড়েননি। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছিলেন ভোট চাইতে। সেই পরিশ্রমের কথাই স্মরণ করে নিয়েছেন তিনি। পা ফোলা ছবি প্রসঙ্গে সায়ন্তিকা জানান, “প্রচুর হেঁটে হেঁটে পা ফুলে গিয়েছিল। কষ্ট করেছি বলেই কেষ্ট মিলেছে। অনেকেই ভাবেন অভিনেত্রী বলে মানুষের কাজ করতে অপারগ। কিন্তু বরানগরের মেয়ে হয়ে উঠতে লড়াই করতে হয়েছে আমাকেও”।