‘সিংহম অ্যাগেইন’ থেকে সরলেন সলমন, অভিনেতার নিরাপত্তায় জোর নির্মাতাদের
Salman Khan from 'Singham Again', the makers insist on the actor's safety

Truth Of Bengal : ‘সিংহম অ্যাগেইন’ ছবি থেকে সরে যাচ্ছেন ভাইজান। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল সলমন খানের। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি সেখানে, এই সময় সলমনকে শুটিং এর জন্য অনুরোধ করা মোটেই সংবেদনশীল হবে না বলেও জানান নির্মাতারা। যদিও চুক্তিবদ্ধ থাকার কারণে ‘বিগ বস’ এর কাজ চালিয়ে যেতে হচ্ছে ভাইজানকে। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। বাবা সিদ্দিকী খুনের পর থেকেই লরেন্স বিশ্নোইদের হিট লিস্টে রয়েছে সলমনের নাম।
একের পর এক হুমকির জেরে অস্বস্তিতে রয়েছে খান পরিবার। বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর মাঝেই ‘বিগ বস’-এর কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা। কিন্তু, এই পরিস্থিতে ‘সিংহম এগেন’ এ অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন সলমন। ছবির নির্মাতারাও এই অবস্থায় সলমনকে অনুরোধ করতে চাইছেন না। কারণ বর্তমান পরিস্থিতিতে অভিনেতার নিরাপত্তা সবথেকে বড়ো বিষয়। অপরদিকে ১৮ অক্টোবরের মধ্যে সেন্সর বোর্ডের কাছে ছবিটি জমা দিতে হতো পরিচালক রোহিত শেট্টিকে।
অ্যাডভেঞ্জার অ্যাকশনে ভরপুর ‘সিংহম অ্যাগেইন’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। প্রায় পাঁচ মিনিটের ট্রেইলারে নজর কেড়েছেন প্রত্যেক তারকা ৷ এছাড়াও জমাটি হলিউড স্টাইলে অ্যাকশন, হাড় হিম করা স্টান্টের ঝলক যেমন ধরা পড়েছে ঝলকে তেমন বাদ পড়েনি একেবারে রোহিত শেঠির ছন্দে গাড়ি থেকে হেলিকপ্টার ওড়ানো। ছবিটিতে দীপিকা পাড়ুকন, করিনা কপূর খান, রণবীর সিংহ, অক্ষয় কুমার ও টাইগার শ্রফরাকে দেখা যাবে।