বিনোদন

বিয়ে করছেন ভাইজান! জল্পনা আরও বাড়ালেন সলমন-ইউলিয়া

Salman is getting married! Salman-Iulia further increase speculation

Truth Of Bengal: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সলমন খান। বয়স এখন ৫৮ এর ঘরে। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি বলিউডের ভাইজান। জীবনে প্রেম এসেছে বহুবার কিন্তু সেই প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি কখনোই। তবে কি এবার বিয়ের কথা ভাবছেন সলমন? গুঞ্জন তো তেমনটাই বলছে। সলমন খান নাকি ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করছেন বলিউডে এই গুঞ্জন বহুদিনের। তবে এবার বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সলমন-ইউলিয়ার বিয়ের গুঞ্জন। নিশ্চয়ই ভাবছেন কেন এই গুঞ্জন?

আসলে শনিবার ছিল ইউলিয়ার বাবার জন্মদিন। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইউলিয়া লেখেন, ‘হ্যাপি বার্থ ডে বাবা। তোমায় খুব ভালোবাসি আর অনেক ধন্যবাদ। একসঙ্গে দুই হিরো।’ আর সেই ফ্যামিলি ছবিতেই ক্যামেরাবন্দি হয়েছেন সলমন। ছবিতে দেখা গিয়েছে ইউলিয়া, তার বাবা মা আর সলমনকে। আর তারপরই থেকে একে একে দুই ভাবতে শুরু করে দিয়েছেন নেটিজেনদের একাংশ।

এই প্রথম নয় এর আগেও একবার সলমন-ইউলিয়ার সম্পর্ক ছিল চর্চায়। নভেম্বর মাসের ২৪ তারিখ ছিল সলমনের বাবা সেলিম খানের জন্মদিন। বর্ষীয়ান চিত্রনাট্যকারকে জড়িয়ে ধরে তোলা ছবি পোস্ট করেন ইউলিয়া। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমার অন্যতম প্রিয় একজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। এই মানুষটাই ভারতে আমাকে পরিবারের মতো অনুভূতি দিয়েছেন। চির কৃতজ্ঞ।’ সেই সময়ও ইউলিয়ার এই পোস্ট নিয়ে কম চর্চা হয়নি। এছাড়াও বহুবার একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন সলমন-ইউলিয়া। তবে এখনো নিজেদের সম্পর্ক নিয়ে কিছুই বলেননি কেউই। এখন দেখার বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা কবে ঘোচে সলমনের।

Related Articles