খেলাবিনোদন

এবার বিনোদন দুনিয়ায় হিটম্যান? নেটফ্লিক্সের প্রোমোতে দর্শকদের চমকে দিলেন রোহিত

প্রোমো প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। ক্রিকেট ও বিনোদনের অভিনব মেলবন্ধন দর্শকদের বাড়তি উৎসাহ জুগিয়েছে।

Truth Of Bengal: ক্রিকেটজীবন পরবর্তী অধ্যায়ের পরিকল্পনা কি করে ফেলেছেন রোহিত শর্মা? বিনোদন জগতে কি তবে পা রাখতে চলেছেন টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক? নেটফ্লিক্সের একটি নতুন প্রোমো ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।সম্প্রতি প্রকাশিত নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর দ্বিতীয় অধ্যায়ের একটি বিশেষ প্রোমোতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। প্রোমো প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। ক্রিকেট ও বিনোদনের অভিনব মেলবন্ধন দর্শকদের বাড়তি উৎসাহ জুগিয়েছে।

ভিডিয়োতে রোহিতকে দেখা যায় কোচের ভূমিকায়। তবে সেই চরিত্রে স্পষ্ট ছাপ রয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। খেলার আগে সাজঘরে অধিনায়কেরা যেভাবে দলকে চাঙ্গা করেন, ঠিক সেই আবহেই ‘ফাইনাল’-এর জন্য নিজের দলকে প্রস্তুত করতে দেখা যায় তাঁকে। গম্ভীর মুখে খেলোয়াড়দের উদ্দেশে রোহিত বলেন, ‘বয়েজ, ফিনালে আসছে।‘  শুধু তোমাদের কেরিয়ার নয়, পুরো জীবনটাই ওলটপালট হয়ে যেতে পারে।প্রোমোর এক পর্যায়ে হেলমেট খুলতে যাওয়া এক ক্রিকেটারকে বাধা দেন রোহিত। সতর্ক করে বলেন,’  এই হেলমেটও তোমাদের বাঁচাতে পারবে না। প্রতিপক্ষ এমন মস্তিষ্কের খেলা খেলতে পারে, যা তোমরা কল্পনাও করতে পারছ না।সেই সময় এক খেলোয়াড়ের কৌতুকপূর্ণ মন্তব্য, এই জন্যই উনি অনেক দিন দ্বিশতরান করতে পারেননি’। শুনে রোহিত মজা করে পাল্টা বলেন, ‘ আমি দ্বিশতরান করেছি। কিন্তু প্রতিপক্ষ যে কোনও দিক থেকে আঘাত হানতে পারে। মাঠের ভিতর দিয়ে, দেওয়াল ভেঙে, এমনকি ছাদ ভেঙেও।‘

এর মধ্যেই সাজঘরের আলো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর চেনা ভৌতিক আবহে জ্বলতে–নিভতে শুরু করে। ধীরে ধীরে ক্রিকেটের জগৎ থেকে ঢুকে পড়ে সিরিজটির রহস্যময় দুনিয়া। একটি কিট ব্যাগ তুলে রোহিত জানান, কিটটা নিজের হাতে বানিয়েছে স্টিভ। এক তরুণ খেলোয়াড় উত্তেজনায় প্রশ্ন করেন, স্টিভ স্মিথ? সঙ্গে সঙ্গে সংশোধন করে রোহিত বলেন, স্মিথ নয়, হ্যারিংটন। জনপ্রিয় চরিত্র স্টিভ হ্যারিংটনের প্রসঙ্গেই রহস্য আরও ঘনীভূত হয়। কিট ব্যাগে থাকা পোশাকগুলিও ‘স্ট্রেঞ্জার থিংস’-এর চরিত্রদের ব্যবহৃত পোশাকের মতো।সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন এক খেলোয়াড় প্রশ্ন করেন, রোহিত ভাই, প্রতিপক্ষ কে?উত্তরে রোহিত বলেন, ভেকনা। তখনই স্পষ্ট হয়ে যায়, রোহিতের ফিনালেতে লড়াই ক্রিকেট মাঠের নয়, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ভৌতিক জগতের।এই প্রোমো প্রকাশের পর থেকেই রোহিত শর্মার বিনোদন দুনিয়ায় ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও এটি আপাতত শুধুই একটি প্রোমো, তবু ‘হিটম্যান’-এর অনবদ্য অভিনয় আর সাবলীল উপস্থিতি ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সিরিজ়ের অনুরাগীদেরও মুগ্ধ করেছে।

Related Articles