বিনোদন

বার্বি লুকে ঋতাভরী! হট অবতারে ভাইরাল নেটদুনিয়ায়

Ritabhari chakraborty

The Truth of Bengal: ছোট পর্দার অভিনয়ের মাধ্যমেই দর্শকের দরবারে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ঋতাভরী চক্রবর্তী। ওগো বধূ সুন্দরীতে ললিতার চরিত্র আজও ভোলেনি দর্শক। গজ দাঁতে ঋতাভরীর ওই মিষ্টি হাসিটাই ছিল ধারাবাহিকের ইউএসপি। এরপর আর টিভির পর্দায় ঋতাভরীর দেখা মেলেনি। তবে বড় পর্দায় ছক্কা হাঁকিয়েছেন। ব্রহ্মা জানে গোপন কম্মটির মতো ছবিতে ঋতাভরীর সাবলীল অভিনয় সকলকে তাক লগিয়ে দিয়েছে।

অভিনয় জগতে যেমন সুনাম কুঁড়িয়েছেন ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও ভক্তদের পছন্দের পাত্রী ঋতাভরী। ওগো বধূর সুন্দরীর মোড়ক ছেড়ে বোল্ড লুকে সোশ্যালে রীতিমতো আগুন লাগান। খোলামেলা পোশাকে বোল্ড আন্দাজে পুরুষের রাতের ঘুম কেড়ে নেন ঋতাভরী। এবার গোলাপি পোশাকে বার্বি লুকে নতুন ফ্যাশন স্টেটমেন্ট শেয়ার করলেন অভিনেত্রী। গোলাপি পোশাকে উন্মুক্ত বক্ষবিভাজিকা আর দুচোখ ভরা যেন মাদকতা।

আর সেই মাতাল করা নেশায় বুঁদ ঋতাভরীর ভক্তরা। ক্যামেরার সামনে ঋতাভরীর শরীরী হিল্লোরে চড়চড়িয়ে সোশ্যালে চড়ছে উষ্ণতার পারদ। প্রসঙ্গত, হলিউডের বার্বি মুভির বার্বি ডলের আদলে সেজে ওই ছবিরই গানে ভিডিয়োটি তৈরি করেছেন। বার্বি লুকে ঋতাভরীর এই বোল্ড অদায় ফিদা খোদ টলিউড অভিনেত্রীরা। পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, হাই বার্বি। নেটিজেনরাও ঋতাভরীর বার্বি লুকের প্রশংসা করেছেন।

 

Related Articles