ফের শিরোনামে রিয়া চক্রবর্তী, আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রীর
Rhea Chakraborty is in the headlines again, the actress whose name is involved in a financial scandal

Truth Of Bengal : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে নাম জড়িয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। আবারও এক অন্য ঘটনায় নতুন করে বিতর্কে জড়ালো অভিনেত্রীর নাম। হাইবক্স মোবাইল অ্যাপের মাধ্যমে ৫০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নাম উঠে এল রিয়ার। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে সমন পাঠিয়েছে দিল্লি পুলিশ। শুধু রিয়াই নয় এই মামলায় ডেকে পাঠানো হয়েছে আরও বেশ কয়েজন ইউটিউবার ও তারকাকে।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর মাদক কেলেঙ্কারিতে রিয়ার নাম জড়ানোর পর চরম বিতর্ক হয়। পুরোনো সব বিতর্ক ভুলে নতুন করে সব কিছু শুরু করেছিল, নতুন করে অভিনয় জগতেও কাজ করা শুরু করেছিল। তবে আবার নতুন করে বিপাকে রিয়া চক্রবর্তী। অভিযোগ উঠেছে এই অ্যাপের মাধ্যমে প্রচুর মানুষ টাকা বিনিয়োগ করে। আর সেই বিনিয়োগ করা টাকার সুদ ফেরত দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার সেই অ্যাপের মাধ্যমেই ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছ। যা নিয়ে প্রায় শতাধিক অভিযোগ পেয়েছে দিল্লি পুলিশ। প্রতারিতদের অনেকেই জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় এই সব তারকাদের প্রচারমূলক ভিডিয়ো দেখেই এই অ্যাপে তাঁরা বিনিয়োগ করেছেন। তাই এই তারকাদের বিরুদ্ধে ৩০ হাজার মানুষকে প্রতারণার অভিযোগও উঠছে।
শুধুমাত্র অভিনেত্রী রিয়া চক্রবর্তীই নয় এই ঘটনায় কমেডি-শিল্পী ভারতী সিং এবং ইউটিউবার এলভিশ যাদব ছাড়াও হাইবক্স মোবাইল অ্যাপ জালিয়াতির ঘটনায় সন্দেহভাজনের তালিকায় উঠে এসেছে সৌরভ যোশী, হর্ষ লিম্বাচিয়া, অভিষেক মলহন, দিলরাজ সিং রাওয়াত, পুরভ ঝা, লক্ষ্য চৌধুরী, আদর্শ সিং এবং অমিতের মত ইউটিউবারদের নামও।