Rashmika-Vijay: শ্রীলঙ্কায় আইবুড়োভাত সেরে এবার বিজয়ের সঙ্গে একান্তে! বছরশেষে কোথায় গেলেন ‘ভি-রশ্মিকা’?
বিজয় তাঁর সামাজিক মাধ্যমে ভ্রমণের কিছু ইঙ্গিত দিলেও রশ্মিকা এই বিষয়ে বেশ সতর্কতা অবলম্বন করছেন।
Truth of Bengal: শ্রীলঙ্কায় বান্ধবীদের নিয়ে ছুটি কাটিয়ে ফেরার পর আবারও খবরের শিরোনামে অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তবে এবার আর গার্ল গ্যাং নয়, বরং দীর্ঘদিনের চর্চিত প্রেমিক বিজয় দেবরাকোন্ডার সঙ্গেই পাড়ি দিলেন বিদেশের উদ্দেশ্যে। বলিউডে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই তারকা জুটির বিয়ের গুঞ্জন। ধারণা করা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই রাজস্থানের কোনো এক বিলাসবহুল রাজপ্রাসাদে বসতে চলেছে বিজয় ও রশ্মিকার বিয়ের আসর।
হায়দরাবাদে বিজয়ের বাড়িতে অত্যন্ত গোপনে এই জুটির বাগদান পর্ব আগেই সম্পন্ন হয়েছে বলে ঘনিষ্ঠ মহলে জল্পনা রয়েছে। যদিও দুই তারকার কেউই এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বুধবার গভীর রাতে হায়দরাবাদ বিমানবন্দরে এই যুগলকে একসঙ্গে দেখার পর অনুরাগীদের সন্দেহ আরও জোরালো হয়েছে। সাধারণ মানুষের নজর এড়াতে বিজয় ও রশ্মিকা দুজনেই বেশ সাদামাঠা পোশাক এবং মুখে মাস্ক ব্যবহার করেছিলেন। তবুও পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে যায় তাঁদের সেই ভিডিও, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।
রশ্মিকা কিছুদিন আগে শ্রীলঙ্কায় যে ট্রিপে গিয়েছিলেন, তাকে অনেকেই তাঁর ব্যাচেলরেট বা আইবুড়ো ভাত উৎসবের সফর হিসেবে দেখছেন। সেই সফর শেষ হতেই বর্ষবরণের জন্য বিজয়ের হাত ধরে বিদেশে পাড়ি দেওয়াকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে চলচ্চিত্র মহল। বিজয় তাঁর সামাজিক মাধ্যমে ভ্রমণের কিছু ইঙ্গিত দিলেও রশ্মিকা এই বিষয়ে বেশ সতর্কতা অবলম্বন করছেন। গোপনীয়তা বজায় রাখতেই সম্ভবত তিনি কোনো ছবি এখনও পোস্ট করেননি।
নিন্দুকদের একাংশের মতে, নতুন বছরকে স্বাগত জানাতে এবং বিয়ের আগে একান্তে কিছুটা সময় কাটাতে এই বিদেশ সফরের পরিকল্পনা করেছেন তাঁরা। তবে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য রাজস্থানকে বেছে নেওয়ার খবর সত্যি হলে এটিই হতে চলেছে আগামী বছরের অন্যতম বড় রাজকীয় বিয়ে। এখন দেখার বিষয়, নতুন বছরের শুরুতেই এই জুটি তাঁদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেন কি না।






