আলিয়া নন, রণবীরের প্রথম স্ত্রী অন্য নারী! গোপন কথা ফাঁস করলেন অভিনেতা নিজেই
Ranbir's first wife is not Alia, but another woman! The actor himself revealed the secret

Truth Of Bengal: রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বলিউডে পাওয়ার কাপল বলা হয় রণবীর-আলিয়ার জুটিকে। ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। তারপর জন্মদিন হয় তাদের কন্যা সন্তান রাহার। এখন বেবি রাহাকে নিয়েই ব্যস্ত দুজনে। রণবীর ও এখন ঘোরতর সংসারী।
এক কথায় স্ত্রী মেয়েকে নিয়ে এখন পুরো ফ্যামিলিম্যান রণবীর। তবে একসময় বলিউডের লেডি কিলার ছিলেন রণবীর কাপুর। বলিউডের একাধিক অভিনেত্রীদের সঙ্গে সর্ম্পকে ছিলেন তিনি। তবে এখন সেসব অতীত। রণবীর এখন অনেক দায়িত্বশীল। তাঁর গোটা দুনিয়া এখন মেয়ে রাহা। প্রায়ই মেয়েকে কোলে নিয়ে ক্যামেরাবন্দি হন অভিনেতা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর দাবি করেন, আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক, সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, জীবনে কোনও উন্মাদ অনুরাগীর পাল্লায় পড়েছিলেন? এই প্রশ্নের উত্তরেই অভিনেতা বলেন, “উন্মাদ কিনা জানি না, তবে মনে আছে আমার কেরিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে গিয়েছিল। আমার সঙ্গে যদিও দেখা হয়নি তার।
তবে আমাদের ওয়াচম্যান আমাকে ঘটনাটা জানিয়েছিলেন। সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে। বিয়ের সমস্ত রীতি পালন করে গিয়েছিল। আমার সঙ্গে যদিও দেখা হয়নি তার। তবে আমাদের ওয়াচম্যান আমাকে ঘটনাটা জানিয়েছিলেন। সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে।
আসলে ও আমাকে নয়, আমার গেটটাকেই বিয়ে করেছিল। ওই বাংলোতেই তখন মা-বাবার সঙ্গে থাকতাম আমি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি মুম্বইয়ে ছিলাম না। পরে জানতে পারি, মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গিয়েছে।” এরপরই রসিকতা করে রণবীরের সংযোজন, “আমার তো সেই প্রথম স্ত্রীর সঙ্গে কোনওদিন দেখা হয়নি। হয়তো কোনওদিন দেখা হবে ভবিষ্যতে।” রণবীরের এই মন্তব্য সামনে আশার পর থেকেই সেটা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।