বিনোদন

নতুন রূপে রাইমা, আসছে নতুন ওয়েব সিরিজ

Raima in new form, new web series coming

The Truth Of Bengal : কিংবদন্তি অভিনেত্রী তথা মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। যদিও তাকে খুব কম বাংলা ছবিতে দেখতে পাওয়া যায়। একেবারে বাছাই করে সেরা চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন অভিনেত্রী। তবে শুধু বাংলা নয় বেশ কিছু হিন্দি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। যেখানে সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছিল বাংলায় রাইমার কোন কাজ নেই। তবে এই ধোঁয়াশা কেটে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডসাইজির মতো বেশ কিছু জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাইমা।

সূত্রের খবর এবার আরো একটি নতুন ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। ‘কলঙ্ক’ নামের শাহানা দত্তের একটি প্রজেক্টে অভিনয় করতে চলেছেন রাইমা। যদিও নির্মাতাদের কাছ থেকে ‘কলঙ্ক’ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বলা হচ্ছে, রাইমাকে এই সিরিজের জন্য বিশেষভাবে অ্যাপ্রোচ করা হয়েছিল। সূত্রের খবর, এই প্রস্তাবে রাজিও হয়েছেন রাইমা। সাহানার বিষয়বস্তু প্রায়ই নারীর স্বাধীনতাকে ঘিরে আবর্তিত হয়, এই সিরিজেও তেমনই কিছু পেতে চলেছে কিনা দর্শক, এখন সেটাই দেখার।

বাংলার একটি অন্যতম জনপ্রিয় শ্রেণী প্লাটফর্মে আসতে চলেছে এই প্রজেক্টটি। সেই স্ট্রিমিং প্লাটফর্মের সপ্তম সিজনের জন্য যে একাধিক ওয়েব সিরিজ ঘোষণা করা হয়েছে তার মধ্যে ইন্দু, গভীর জলের মাছ, গোরার সাথে রয়েছে রাইমার এই নতুন প্রজেক্ট। প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাইমা অভিনীত দ্যা ভ্যাকসিন ওয়ার। অন্যদিকে দ্যা কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে রাইমা নতুন ছবি ‘বস্তার’ এর কাজ করতে পারেন বলে গুঞ্জন রটে গিয়েছে ইতিমধ্যেই।

FREE ACCESS

Related Articles