বাংলা ছবিতে প্রথমবার রাহুল রায়। কোন ছবির শ্যুটিং করছেন তিনি ?
Rahul Roy for the first time in a Bengali film. He is shooting a film

The Truth of Bengal : কলকাতায় শ্যুটিং করতে এলেন রাহুল রায়। ১৯৯০ সালের আশিকির পর আর সেভাবে বলিউডে দাগ কাটতে পারে নি ৫৮ বছরের এই অভিনেতা। এবার টলিউডের হাত ধরে নিজের ফিল্মি কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। বাবাই সেন পরিচালিত মিহিরা ছবিতে অভিনয় করবেন তিনি।
সেই শ্যুটিংয়ে এখন কলকাতাতেই ঘাঁটি গেড়েছেন অভিনেতা। মিহিরা একটি থ্রিলারধর্মী ছবি হতে চলেছে। আর এই ছবির লিড রোলে রয়েছেন তিনি। ছবিতে রাহুলের সঙ্গে দেখা যাবে বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে। খবরের সূত্রানুসারে, একেবারে ভিন্ন লুকে রাহুলকে দেখা যাবে। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই বলিউড অভিনেতা। এপ্রিলের শেষে উত্তরবঙ্গে শুরু হতে চলেছে মিহিরার শ্যুটিংপর্ব। বছর তিনেক আগে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। মনের জোরে সেখান থেকে ফিরে এসেছেন তিনি। এবার বাংলা ছবির হাত ধরে নিজের মৃতপ্রায় ফিল্মি কেরিয়ারকে তিনি বাঁচিয়ে তুলতে পারে কিনা সেটাই এখন বড় প্রশ্ন ?