বিনোদন
Trending
ওটিটি-তে ফিরছেন রবিনা, এক ঝলকে ‘কর্মা কলিং’
Rabina is returning to OTT, in a glimpse of 'Karma Calling'

The Truth Of Bengal: দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এবার তিনি ওটিটি-তে ফিরেছেন। তিনি ৯০ দশকের বলিউডের রবিনা ট্যান্ডন। খুব শীঘ্রই ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’-এ দেখা যাবে তাঁকে। সম্প্রতি এই সিরিজটির ট্রেলার প্রকাশিত হয়েছে, যা দেখে প্রশংসা করছেন অনেকেই।
কথায় বলে কারমা শেষ কথা বলে। যে যা কাজ করে তার ফল ভোগ তাকে ঠিকই করতে হয়। ঠিক এরকমই এক কর্মের ফল ভোগ করে ইন্দ্রাণী ওরফে রবিনা। সেই গল্পই উঠে আসছে এবার ওটিটি তে।
Free Access