বিনোদন
Trending

প্রধান এর টাইটেল ট্র্যাকে ছবির চিত্রনাট্য, শুক্রবার পর্দায় এল পুলিশ অফিসার দীপক প্রধান

Pradhan's title track, scripted by police officer Deepak Pradhan, hit the screens on Friday

The Truth Of Bengal:  টলিউডের নতুন ছবি প্রধান মুক্তি পেল শুক্রবার। ছবিতে পুলিশ অফিসার দীপক প্রধানের ভূমিকায় দেখা গেছে দেবকে। দুর্নীতির বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়ায় একজন পুলিশ অফিসার এবং এর জন্য তাঁকে কী কী ত্যাগ করতে হয় এই নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য। সারেগামাপা খ্যাত রথীজিত ভট্টাচার্যের গলায় ছবির টাইটেল ট্র্যাকে উঠে এল সেই চিত্রই।

ছবির লিড রোলে দেব এবং পরাণ বন্দোপাধ্যায়। এই ছবির বড় চমক জনপ্রিয় মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা। এই ছবি ধরে সিনেমায় ডেবিউ করছে সৌমি। টনিক ও প্রজাপতির সাফল্যের পর এই ছবি ঘিরে দেব ভক্তদের উন্মাদনা রয়েছে তুঙ্গে।

Free Access

Related Articles