বিনোদন

দেবের ছবি শুটিং এর মাঝে ঘটে গেল অবাক কাণ্ড

Pradhan Movie Shooting

The Truth of bengal: বেশকিছু দিন আগে প্রধান ছবি শুটিং এর জন্য প্রধানের পুরো টিম উড়ে গিয়েছিল উত্তরবঙ্গে, সেই সফরের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দর্শক দের সঙ্গি করেছিলেন অভিনেতা।সেখানে এখনও চলছে ছবি শুটিং এর কাজ। এরই মাঝে ঘটে গেল এক ঘটনা। শুটিং সেটে বিশাল বড় অজগর সাপ। তারি অভিজ্ঞতার ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে বিশ্বনাথ বসু। সাপটি প্রায় ১৫ ফুট লম্বা।

ভিডিও শেয়ার করে বিশ্বনাথ বললেন, এই অভিজ্ঞতা মারাত্মক। সামনে থেকে যে এনাকে দেখতে পাব তা কোনওদিনই আশা করিনি। যাঁরা সাপটি উদ্ধার করেছেন, তাঁরা আমাকে এর সঙ্গে ছবি তুলতে বলছিল। সোহম আবার গলায় জড়িয়ে ছবি তোলার অনুরোধ করছিল। আমি তো ভয়ে একেবারে কাঁটা। ওসব আমার দ্বারা হবে না। তাই দূরে থেকেই দেখলাম। আর ধন্যবাদ জানালাম দর্শন দেওয়ার জন্য।

 

সাম্প্রতি, পুলিশের পোশাকে চমক দিয়েছেন দেব। এই ছবিতে দীপক প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। তিনি যে এখানে পেশিবহুল দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, তা বেশ বোঝা গেল।এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহম। সবমিলিয়ে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে।

Related Articles