বিনোদন

বড়দিনে আসছে ‘প্রধান’! সাফল্যের হ্যাটট্রিকের মুখে দেব

Pradhan Movie

The Truth of Bengal: বড়দিনে ফের আসছে সুপারস্টার দেবের নতুন ছবি প্রধাণ। ২০২১-এ ‘টনিক’, ২০২২-এ ‘প্রজাপতি’র পর এবার আসছে ‘প্রধান’। ছবিতে দেবকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে ভিলেনের চরিত্রে রয়েছেন একেনবাবু খ্যাত অর্নিবাণ চক্রবর্তী। প্রথমবার নেগেটিভ রোলে দেখা যাবে তাঁকে। ছবির শুটিংপর্বে সেকথাই জানালেন তিনি।

কিছুদিন আগে প্রকাশ পেয়েছে ‘প্রধান’-এর ট্রেলর। ছবির লিড রোলে দেব এবং পরাণ বন্দোপাধ্যায়। ছবিতে দেবের নায়িকা জনপ্রিয় মিঠাই ধারাবাহিকের মিঠাই ওরফে সৌমিতৃষা। তবে এই ছবির বড় চমক হতে চলেছে একেনবাবু অনির্বাণ চক্রবর্তী। কারণ এই ছবিতে একেবারে ভিলেন অঞ্চল প্রধাণের ভূমিকায় সেলুলয়েডে ধরা দেবেন তিনি।

প্রধাণত কলকাতা ও উত্তর বঙ্গে এই ছবির শুটিং হয়েছে। কারণ চিত্রনাট্য অনুযায়ী ছবির গল্প এগোয় পাহাড়ী অঞ্চলেই। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন দেব। আর তার নায়িকার রূপে দেখা যাবে সৌমিতৃষাকে। প্রধানের হাত ধরে বড় পর্দায় ডেবিউ করছেন তিনি। এছাড়া সাবিত্রী চট্টোপাধ্যায় ও মমতাশঙ্করকে দেখা যাবে ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায়।

বড়দিনে ছুটির মরশুমে মুক্তি পাচ্ছে প্রধাণ। বড়দিনে দেব একা নন, তাঁর সঙ্গে আসছেন একঝাঁক নামী শিল্পী। টনিক ও প্রজাপতির সাফল্যের পর এই ছবি ঘিরে দেব ভক্তদের উন্মাদনা রয়েছে তুঙ্গে। ‘প্রধান’-এর মাধ্যমে সাফল্যের হ্যাটট্রিক করতে পারে কিনা দেব-অতনু রায় ও অভিজিত্ সেনের ত্রিমুখী কম্বিনেশন তার দিকেই তাকিয়ে এখন দেব ভক্তরা।

Free Access

 

Related Articles