
The Truth Of Bengal: শুক্রবার মুক্তি পেল পঙ্কজ ত্রিপাঠীর ‘ম্যায় অটল হু’ ৷ রবি যাদব পরিচালিত এই ছবি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবন দর্শন ও তাঁর রাজনৈতিক পথকে তুলে ধরা হয়েছে ৷ ছবিতে অটল বিহারির চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী।
এই ছবির বেশ কিছু দৃশ্য মুম্বইয়ের ৪৫ ডিগ্রি গরমে শুট করা হয়েছে। ছবির মেকিংপর্বে একথাই জানালেন পরিচালক রবি যাদব।
Free Access