বিনোদন

শীঘ্রই মুক্তি পাবে যীশু-পাওলির ‘পালান’

Palan Movie Release Date

The Truth of Bengal: চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ‘পালান’ ছবিটি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত ও পাওলি দাম।  ১৯৮২ সালে মুক্তি পায় মৃণাল সেন পরিচালিত ছবি ‘খারিজ’। কিংবদন্তি পরিচালকের শতবর্ষে, তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তৈরি হয়েছে ‘পালান’ ছবিটি। আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।

২২ শে সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘পালান’ ছবিটি। এই ছবিটি কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের শতবর্ষে, তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তৈরি হয়েছে। ১৯৮২ সালে মুক্তি পায় মৃণাল সেন পরিচালিত ছবি ‘খারিজ’। আর পালান ছবিটির ট্রেলারের প্রথম দৃশ্যেই সেই ১৯৮২ সালের সূত্রকে তুলে ধরা হয়েছে।

কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের এই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। ছবির ট্রেলারের প্রথম দৃশ্যেই সেই ১৯৮২ সালের সূত্র। প্রথম দৃশ্যেই অঞ্জন দত্তের কণ্ঠে শোনা যায়, সেই বাড়ির ভূমিকা। যে বাড়িতে ভেন্টিলেশনের অভাবে মারা যায় পালান। আর সেই বাড়িতেই বাস, অঞ্জন দত্ত ও মমতাশঙ্করের। একটা বাড়িতে বেড়ে ওঠা, তার আনাচ কানাচ স্মৃতিতে মোড়া, সেই বাড়িতেই বিয়ে হয়ে প্রথম পা রাখা, দাম্পত্য, গার্হস্থ্য, সব কিছু একটা বাড়িকে ঘিরে, যার জীর্ণকায় দশার জন্য ছেড়ে যেতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়। কারণ সেই বাড়ি ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত।

 

 

Related Articles