ওটিটিতে আত্মপ্রকাশ ‘ছবি বিশ্বাস’-এর, সিরিজটির নামভূমিকায় রয়েছেন কোন অভিনেতা ?
OTT debut of 'Chhabi Biswas', which actor is in the title role of the series?

The Truth Of Bengal : টলিউডের নতুন সিরিজ ছবি বিশ্বাস। এই রহস্যজনক থ্রিলারে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। এছাড়া কিঞ্জল নন্দ, আকাঙ্খা বিশ্বাস ও চন্দন সেনকে দেখা যাবে এই সিরিজে। শুক্রবার রাতুল মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে দেখা গেল একদম কমেডির রূপ ছেড়ে একদম ভিন্নলুকে ওয়েবের পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। কোন রহস্য লুকিয়ে আছে এই জটিল কেস-এর মধ্যে তা জানতে চোখ রাখা যাক সিরিজের ট্রেলারের দিকে।
অতি উত্তমের পর এবার ছবি বিশ্বাস। বাংলা ছবির স্বর্ণযুগের আরও এক মহানায়ক আসতে চলেছেন টলিউডের দর্শকের কাছে। তবে সিনেমায় নয়, সিরিজে। কিছুদিনের মধ্যে ওটিটিতে আসছে ছবি বিশ্বাস। মুখ্য ভূমিকায় দেখা গেল শুভাশীষ মুখোপাধ্যায়কে। সিরিজের ট্রেলারে কমেডির খোলস ছেড়ে একদম ভিন্ন লুকে ধরা দিলেন শুভাশীষ। এই সিরিজটি পরিচালনার দায়িত্বে আছেন রাতুল মুখোপাধ্যায়।
সিরিজের গল্প অনুসারে ছবি বিশ্বাসের বাবা উত্তমকুমার-সুচিত্রা সেনের আমলের চিত্রগ্রাহক। পুরোপুরি পাগলাটে। ছবি বিশ্বাসের অন্ধ ভক্ত। তাই তাঁর নামে ছেলের নাম রাখেন ছবি। ছেলেও পরে চিত্রগ্রাহক হবে নাকি বাবার মতো পাগলাটেও হবে? তাই দেখা যাবে এই সিরিজটিতে। সিরিজে ছবি বিশ্বাসের ভূমিকায় নতুন অভিনেতা শুভম। ‘ছবি বিশ্বাস’-এর বাবার চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। সিরিজে ‘কাননবালা’র চরিত্রে অনুরাধা মুখোপাধ্যায় এবং পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেল কিঞ্জল নন্দকে। চলতি সপ্তাহ থেকে ওটিটিতে শুরু হবে নতুন সিরিজ ছবি বিশ্বাস।