বিনোদন

একের পর এক পোস্ট, দেবী বিসর্জনে কার হাত ধরে হাঁটলেন কোয়েল?

One post after another, Koel Mallick walked holding the hand of Devi Bisarjan

Truth of Bengal: কিছুদিন হল এই বছরের মতো শেষ হয়েছে দুর্গাপুজো। কিন্তু আনন্দের রেশ যেন এখনও কাটেনি। আর তা স্পষ্ট বুঝিয়ে দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।তিনি এদিন তাঁর মল্লিক বাড়ির দুর্গাপুজোরঝলক পোস্ট করেছেন সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, অষ্টমীর দিনমল্লিক বাড়ির সকল সদস্যদের নাচে, গানে মেতে উঠতে।

এদিকে নাতি কবীরকে পাশে নিয়ে পূজোর আনন্দে আত্মহারা হয়ে গান গাইছেন রঞ্জিত মল্লিক।ঠিক তার পিছনে মাইক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কোয়েলকে। এদিকে কোয়েল মল্লিকের কোল আলো করে ঘরে আসতে চলেছে নতুন সদস্য।  অভিনেত্রীর মা হওয়ার খবর তিনি কিছুদিন আগে নিজে মুখেই সামনে আনেন।

অভিনেত্রীকে সমাজমাধ্যমে একে একে নবমীর পুজো থেকে দশমীর বরণ সবটাই পোস্ট  করতে দেখা গিয়েছে । এমনকি দেবী বরণের পাশাপাশি সিঁদুর খেলাতেও মেতে উঠতে দেখা গেল কোয়েলকে। তবে এত আনন্দের মাঝে বিসর্জনের পথেবর নয়,বাবার হাত ধরে হাঁটতে দেখা যায় কোয়েল মল্লিককে।

কোয়েলের পোস্টে বিজয়ার শুভেচ্ছা জানানোর সাথে সাথে বাবার হাত ধরে হাঁটার মধ্যে দিয়ে অভিনেত্রীর সহজ সরল আচরণে কতটা মুগ্ধ সে কথা ভক্তরা প্রশংসা করতে ভোলেননি। প্রসঙ্গত, এবারের পূজোতেই কোয়েলের ছবি এক খুনির সন্ধানে মিতিন মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষমেশ তা আর হল না।

Related Articles