বিনোদন

‘নহি আভি সিঙ্গল হুঁ,’ মালাইকার সাথে বিচ্ছেদে শিলমোহর দিলেন অর্জুন

'Nahi avi singal hun', Arjun sealed his breakup with Malaika

Truth Of Bengal: মাসখানেক ধরেই গুঞ্জন শোনা গিয়েছিল মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কাপুরের বিচ্ছেদের কথা। যদিও বিচ্ছেদ নিয়ে দুজনের কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। মালাইকার বাবা মারা যাওয়ার পর থেকে অর্জুনকে যেভাবে পাশে থাকতে দেখা গিয়েছিল তাতে অনেকেই মনে করেছিল যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে। তবে তাদের সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে বনি কাপুরের ছেলেঅর্জুনকে বলতে শোনা গেল তিনি এখন সিঙ্গেল রয়েছেন।

এদিকে অর্জুন মালাইকার সাথে ব্রেকআপের কথাও স্বীকার করে নেন। সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দেওয়া দীপাবলি পার্টিতে হাজির হয়েছিলেন অর্জুন, সাথে ছিল তাঁর আস্নন ছবি ‘সিংঘম এগেইন’-এর পুরো টিম । সেখানকার একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যায় জনতার সাথে অর্জুন কথা বলছেন। ঠিক সেইসময় মালাইকার নাম ধরে তাঁরা চিৎকার করছিলেন। জবাবে অর্জুন হাসতে হাসতে বলেন, ‘নহি আভি সিঙ্গল হুঁ। রিল্যাক্স করো।’

পিছন থেকে একজনকে উদ্দেশ্য করে অর্জুন এও বলেছেন, ‘এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হল বিয়ের কথাই তারা আমাকে বলছেন। তাই আমি তাদের উদ্দেশ্যে বললাম অত উত্তেজিত না হয়ে শান্ত হও।’২০১৮ সালে মালাইকা এবং অর্জুন ডেটিং শুরু করেন। এই জুটিকে কখনোই তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। সমাজ মাধ্যমে অর্জুন-মালাইকার-র ছুটি কাটানোর কিছু রোমান্টিক ছবিপোস্ট কিমবা জন্মদিনে একে অপরকে শুভেচ্ছা জানানো ছাড়া আর কিছুই প্রকাশ্যে আসতে দেখা যায়নি। গত মাসেই মালাইকার বাবার মৃত্যুর পর অর্জুনকে প্রতি মুহুর্তেই পাশে থাকতে দেখা গিয়েছিল। তবে এবারে অর্জুনকে বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে দেখা গেল।

Related Articles