বিনোদন

কিফ-এ মুক্তি মাতৃপক্ষর, প্রধান চরিত্রে স্বস্তিকা

Swastika Matripaksha

The Truth of Bengal: ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে শুক্রবার সাংবাদিকদের সামনে হাজির হয়েছিল ছবির গোটা টিম। সিনেমার। চলচ্চিত্র উত্সবে রিলিজ হওয়ার আগেই নিজের ছবি নিয়ে আশাবাদী স্বস্তিকা মুখোপাধ্যায়।  চলচ্চিত্র উত্সবে মুক্তি পেল স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি মাতৃপক্ষ। এবারের বেঙ্গলি প্যানারোমা সেকশনে ছবিটি স্থান পেয়েছে।

তাই, ছবির সাংবাদিক বৈঠকে সকলকে ছবি দেখার আমন্ত্রণ জানালেন অভিনেত্রী। সিনেমা হলে এখনো ছবির শুভমুক্তি হয় নি। তার আগে ছবির প্রিমিয়ার হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। কাজেই স্বাভাবিকভাবে ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। দীর্ঘদিনের নিজের কাজের প্রতি পরিশ্রম অধ্যবসায় আর ভালোবাসার ফল হল মাতৃপক্ষ।

বরাবর আমরা দেখেছি অভিনেত্রী নিজের চরিত্র চয়নের ক্ষেত্রে খুবই সচেতন থাকেন। ছবির ক্ষেত্রে নিজের চরিত্র চয়ন নিয়ে তিনি ঠিক কী বললেন, প্রসঙ্গত এই প্রথম অভিনেত্রীর একটি নয় দু-দুটি সিনেমা একসঙ্গে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম মুক্তি পেল।  ছবি নিয়ে টিম মাতৃপক্ষ আশাবাদী হলেও শহরের দর্শক এই ছবিকে কত নম্বর দেয় তার উপর বাংলা ছবির প্রতিযোগিতার আসরে ভাগ্য নির্ভর করছে মাতৃপক্ষের তা বলাইবাহুল্য।

Related Articles